সংযুক্তিই সুযোগ সৃষ্টি করে এবং সুযোগ সৃষ্টি করে সমৃদ্ধি"- এই নীতিকেই সামনে রেখেই মোদী ভারত -ভুটান বন্ধুত্বের দিলেন নতুন শিলমোহর।
প্রতিবেশী রাষ্ট্র বলয়ে বিবাদপূর্ণ পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত এবং ভুটানের সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে , ভুটান সফরে যান। ভুটানের পারো বিমানবন্দরে পৌঁছনোর পর প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানান ভুটানের প্রধানমন্ত্রী নিজে। পরবর্তীতে তিনি অংশ নেন থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে আয়োজিত বিশাল জনসমাবেশে, যেখানে প্রায় ২৫-৩০ হাজার মানুষের উপস্থিতিতে উভয় দেশের নেতারা বক্তব্য রাখেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান , ভারত এবং ভুটান সরকারের মধ্যে ১০২০ মেগাওয়াটের নতুন দ্বিপাক্ষিক জলবিদ্যুৎ প্রকল্পের (পুংটাসাংচু-২) উদ্বোধন হয়েছে। এরই সঙ্গে ঘোষণা করা হয়েছে অসমের হাতিসার এলাকায় একটি ইমিগ্রেশন চেকপোস্ট তৈরি করা হবে। সেই চেকপোস্টের মাধ্যমে ভুটানের পণ্য, ব্যবসায়ী এবং পর্যটকরা অনায়াসে ভারতে আসতে পারবেন। উলটোটাও হবে। যার ফলে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং আদানপ্রদান বৃদ্ধি পাবে।প্রধানমন্ত্রী আরো ঘোষণা করেন , ভারত সরকার ভুটানের জন্য ৪,০০০ কোটি টাকার একটি স্বল্পসুদের উন্নয়ন ঋণ (Line of Credit) ঘোষণা করেছে, যা প্রায় ৪০ বিলিয়ন নুলট্রাম সমমূল্যের।সাংস্কৃতিক বন্ধন আরও মজবুত করতে প্রধানমন্ত্রী মোদি ঘোষণা করেন যে ভারতের বারাণসীতে তৃতীয় রয়্যাল ভুটানি মন্দির নির্মাণের জন্য ভারত সরকার জমি প্রদান করবে। এর আগে রাজগিরে দ্বিতীয় রয়্যাল মন্দির উদ্বোধন করা হয়েছিল। তিনি আরো জানান যে, স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞানে সহযোগিতা, যার মাধ্যমে দুই দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় যৌথ গবেষণা, দক্ষতা উন্নয়ন ও ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতিতে কাজ করবে।ভারতের নিমহান্স (NIMHANS) ও ভুটানের PEMA Secretariatএর মধ্যে মানসিক স্বাস্থ্য উন্নয়নে সহযোগিতা চুক্তি, যা ভুটানে মানসিক স্বাস্থ্যসেবা ও গবেষণার পরিধি বাড়াবে।

