ভুটানের কাছ থেকে টানা ২০ বছর ‘আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ শাখায় সিনেমা চেয়েও পায়নি একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) কর্তৃপক্ষ। বছরের পর বছর হতাশ করলেও ২০২০ সালে ২১ বছর পর ভুটান দ্বিতীয়বারের মতো অস্কারে জমা দেয় ‘লুনানা: এ ইয়াক ইন দ্য ক্লাসরুম’। দুঃখের বিষয়, কিছু শর্ত পূরণ না করায় সিনেমাটিকে ‘অযোগ্য’ ঘোষণা করে অস্কার কর্তৃপক্ষ। সেই সিনেমাই আবার নিয়ম মেনে ২০২১ সালে অস্কারে জমা দেওয়া হয়। ভুটানের সেই সিনেমাই এবার গড়ল আরেক ইতিহাস। প্রথমবারের মতো অস্কারের শর্টলিস্টে জায়গা করে নিল ভুটান। সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা পয়ো চোয়িং দরজি। এই ছবিটি এবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়। এর আগে ১৯৯৯ সালে অস্কারে ভুটান থেকে ‘দ্য কাপ’ সিনেমাটি পাঠানো হলেও, মনোনয়ন পায়নি। শুধু ভুটানই নয়, এবার প্রথমবারের মতো অস্কার শর্টলিস্টে জায়গা করে নিয়েছে কসোভোর সিনেমা ‘হাইভ’। এছাড়া পানামার ছবি ‘প্লাজা ক্যাটেড্রাল’ শর্টলিস্টে রয়েছে।
এই বছর অস্কারের জন্য জমা পড়ে ৯৩টি সিনেমা। তার মধ্যে ৯ ডিসেম্বর জর্ডান তাদের সিনেমাটি উঠিয়ে নেয়। ৯২টি সিনেমার মধ্যে বিচারকদের ভোটের মাধ্যমে শর্টলিস্টে জায়গা করে নিয়েছে ১৫টি দেশের সিনেমা। এর মধ্যে ৫টি সিনেমা একাডেমি অ্যাওয়ার্ডের চূড়ান্ত প্রতিযোগিতার মনোনয়ন পাবে। মনোনয়ন পাওয়া ৫টি সিনেমার তালিকা জানা যাবে আগামী ৮ ফেব্রুয়ারি। আগামী বছর ২৭ মার্চ ঘোষণা করা হবে অস্কারজয়ীদের নাম