প্রথমবারের মতো অস্কার মঞ্চে বাজিমাত করল ভুটানের সিনেমা ‘লুনানা: আ ইয়াক ইন দ্য ক্লাসরুম’। সিনেমাটি অস্কারের ‘আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ শাখায় মনোনয়ন পেয়েছে। এখন চূড়ান্ত পুরস্কারের জন্য সিনেমাটিকে লড়াই করতে হবে।
ভুটানের কাছ থেকে টানা ২০ বছর ‘আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ শাখায় সিনেমা আহ্বান করেও পায়নি একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) কর্তৃপক্ষ। বছরের পর বছর হতাশ করলেও ২০২০ সালে ২০ বছরের বিরতি দিয়ে ভুটান দ্বিতীয়বারের মতো অস্কারে জমা দেয় ‘লুনানা: আ ইয়াক ইন দ্য ক্লাসরুম’। দুঃখের বিষয়, কিছু শর্ত পূরণ না করায় সে বছর সিনেমাটিকে ‘অযোগ্য’ ঘোষণা করে অস্কার কর্তৃপক্ষ। সেই সিনেমাই আবার নিয়ম মেনে ২০২১ সালে অস্কারে জমা দেওয়া হয়। অস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করা ভুটানের সিনেমাটি এবার গড়ল ইতিহাস। কারণ, অস্কারে মনোনয়ন পাওয়া ভুটানের প্রথম সিনেমা এটি। ছবির পরিচালক তরুণ নির্মাতা পয়ো চোয়িং দরজি। এর আগে ১৯৯৯ সালে অস্কারে ভুটান থেকে ‘দ্য কাপ’ সিনেমাটি পাঠানো হলেও মনোনয়ন পায়নি।
এই ছবিটি ইতিমধ্যে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উতসবে দেখানো হয়েছে। ছবিটি দর্শকমহলে যথেষ্ট প্রশংসিত হয়েছে। এবার ছবিটি অস্কার পায় কি না সেটাই দেখার।
আরও পড়ুনঃ অস্কার মঞ্চে বাঙালি পরিচালকের ছবি
আরও পড়ুনঃ দর্শক ভোটে সেরা ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’
- More Stories On :
- Lunana
- Bhutan Movie
- Oscar Nominations