Bally Toll Plaza: অতিরিক্ত টোল আদায়, অভব্য আচরণের অভিযোগ বালি টোল সংস্থার বিরুদ্ধে
অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠলো জাতীয় সড়ক সংস্থা (National Highways Authority of India) অনুমদিত বালি টোল প্লাজা পরিচালিত এসভিবিটিসি সংস্থার বিরুদ্ধে। এমনকী সংস্থার কর্মীদের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগও করেছেন এক প্রাইভেট গাড়ির মালিক। যদিও বিষয়টি অস্বীকার করেছে সংস্থার এক কর্তা। তবে বেশি অর্থ নেওয়ার বিষয়ে সফটওয়্যারের ওপর দায় চাপাতে চাইছেন ওই কর্তা।আরও পড়ুনঃ লোকাল ট্রেন কবে চালু হবে, জানালেন মমতাবুধবার বিকেল পাঁচটা নাগাদ বালি টোল প্লাজায় ঘটনাটি ঘটেছে। গাড়ির মালিকের বক্তব্য, তিনি বর্ধমান থেকে কলকাতা যাচ্ছিলেন। তাঁর গাড়ির সামনের কাঁচ পাল্টানো হয়েছে। পথে পালসিট ও ডানকুনি টোল প্লাজায় গাড়ির নম্বর দেখে টোল ট্যাক্স নেয়। বাড়তি অর্থ দিতে হয়নি। ফাস্ট ট্যাগ নিয়ে কোনও সমস্যা হয়নি। গাড়ির নম্বর দেখেই ফাস্ট ট্যাগ চেক করে নেয় ওই দুই টোল প্লাজার কর্মীরা। তাঁর অভিযোগ, আগের দুটি টোল প্লাজায় কোন সমস্যা না হলেও বালিতে কর্মীরা জানিয়ে দেয় ওই পদ্ধতিতে টোল নিতে পারবে না। ফাস্ট ট্যাগ না থাকায় দ্বিগুণ অর্থ দিতে হবে। কিন্তু কেন তাঁরা পারবে না সেকথা জিজ্ঞেস করতেই অভব্য আচরণ করে সংশ্লিষ্ট কর্মী। শেষমেশ দ্বিগুণ অর্থ দিয়েই টোল গেট পেরতে হয়।আরও পড়ুনঃ শিকেয় উঠল সামাজিক দূরত্ব, রণক্ষেত্র দুয়ারে সরকারএবিষয়ে সংশ্লিষ্ট সংস্থার পক্ষে জানানো হয়, ডানকুনি ও পালসিট টোল প্লাজা কীভাবে গাড়ির নম্বর দেখে টোল কেটেছে জানি না। হয়তো ফাস্ট ট্যাগের সঙ্গে কমিউনিকেট করার মতো ওদের সফটওয়্যার আছে। আমাদের নেই। তবে অভব্য আচরণের কথা মানতে চাননি সংস্থার ওই কর্তা।আরও পড়ুনঃ তৃণমূল পরিচালিত দুটি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ দলীয় বিধায়কেরএদিকে অভিযোগকারীর স্পষ্ট বক্তব্য, ৫০ টাকা বেশি দেওয়ার থেকেও বড় কথা অন্যায় ভাবে টাকা নেওয়া হবে কেন। যেখানে পালসিট ও ডানকুনির মতো টোল প্লাজায় কোনও সমস্যা হয়নি। তিনি জানান, এ বিষয়ে কেন্দ্রীয় সড়ক যোগাযোগ মন্ত্রীকে পুরো বিষয়টি জানানো হবে। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন বলেও তিনি জানিয়েছেন।