ঘনিষ্ঠভাবে মেলামেশা করার পর থেকেই অভিযুক্তের ব্ল্যাকমেলের শিকার হয় জাতীয় স্তরের ক্যারাটে খেলোয়াড় ও নাবালিকা স্কুল ছাত্রী পামেলা অধিকারী (১৪)। এমনকি অভিযুক্তের কথা না শুনলে তাকে আত্মহত্যা করতে প্ররোচিত করা হয়। পামেলার মৃত্যুর ঘটনায় এমন তথ্যই উঠে এসেছে পুলিশের তদন্তে। মঙ্গলবার রাতে পূর্ব বর্ধমানের গলসি থানার কুর্মুনা গ্রাম থেকে শেখ তারুফ ওরফে সানি খানকে (১৯)–কে গ্রেফতার করে বালি থানার পুলিশ। বুধবার সানিকে হাওড়া আদালতে পেশ করা হলে বিচারক ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
পুলিশের জেরায় সানি জানায়, এক বছর আগে সোশাল মিডিয়ায় ক্যারাটে খেলোয়াড়ের সঙ্গে তার আলাপ হয়। সেই আলাপ থেকেই কিছুদিনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় দু’জনের। প্রেমের সম্পর্কের মধ্যেই সম্প্রতি পামেলা জানতে পারে সানি বিবাহিত। জানার পরই সানির সঙ্গে সম্পর্ক ছেদ করতে চায় পামেলা। কিন্তু সানি তাতে রাজি হয়নি। জোর করে সে পামেলার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে চায়। পামেলা ক্রমশই দূরে সরে যাচ্ছে দেখেই সানি তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। দু’জনের ঘনিষ্ঠ সম্পর্কের সময় পামেলার কিছু অশ্লীল ছবি ও ভিডিও তুলে রাখে সানি। পুলিশ জানিয়েছে, গত ৪ জুলাই অভিযুক্ত সানি আরও কিছু অশ্লীল ভিডিও পামেলাকে পাঠাতে বলে। পামেলা তা দিতে রাজি হয়নি। আর তখনই পামেলাকে চূড়ান্তভাবে ব্ল্যাকমেল করে অভিযুক্ত। সে পামেলাকে জানায়, নতুন করে অশ্লীল ভিডিও না দিলে আগের ভিডিওগুলি সে তার বাবা মাকে পাঠিয়ে দেবে। পুলিশ সূত্রে খবর, সানি এভাবে সেদিন বার বার ব্ল্যাকমেল করায় মানসিক চাপ নিতে পারেনি পামেলা। তাই সেদিনই বিকেলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় সে। সানির গ্রেফতারির পর তার কড়া শাস্তির দাবি তোলে পামেলার পরিবার। অভিযুক্তের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ।
আরও পড়ুনঃ আন্তর্জাতিক টেনিসে ঐতিহাসিক সাফল্য বাঙালি তরুণের
প্রসঙ্গত, গত ৪ জুলাই বিকেলে বালির জি টি রোডের বাড়ি থেকে জাতীয় স্তরের ক্যারাটে খেলোয়াড় পামেলা অধিকারীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেই ঘটনার পরই তার বাবা ও মা বালি থানায় অভিযোগ করেন। পামেলার মোবাইল ফোনটি নিয়ে সেখান থেকে যাবতীয় তথ্য সংগ্রহ করে পুলিশ। ফেসবুক ও ফোনের কল রেকর্ড ঘেঁটেই এই মৃত্যুর পিছনে সানির হাত আছে বলে জানতে পারেন তদন্তকারীরা। এরপরেই সানির মোবাইল ফোনের লোকেশান ট্র্যাক করে তার বাড়ি থেকে তাকে মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করে পুলিশ।
- More Stories On :
- Pamela
- Bally
- Galsi
- Arrest
- Black Mail