কলকাতা পুলিশের সাইবার সেলের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ নুরসরত জাহান রুহি। ফ্যান্সি ইউ নামের একটি ভিডিও চ্যাট অ্যাপের বিজ্ঞাপনে নুসরতের ছবি ব্যবহার করা হয়েছে। এটা নজরে আসতেই সোমবার ২১ সেপ্টেম্বর নুসরত টুইটে লেখেন, এভাবে সম্মতি ছাড়া ছবি ব্যবহার একেবারেই মেনে নেওয়া যায় না। কলকাতা পুলিশের সাইবার সেলকে বিষয়টি দেখার জন্য অনুরোধ করছি। আইনি পথে বিষয়টি নিয়ে যত দূর যেতে হয় যাব।
দিল্লির হিংসায় যুক্ত থাকার অভিযোগে জওরহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী উমর খালিদকে রবিবার গভীর রাতে গ্রেফতার করল দিল্লি পুলিশের বিশেষ দল। ইউএপিএ ধারায় তাঁকে গ্রেফতারের পর আজ, সোমবার ১৪ সেপ্টেম্বর আদালতে পেশ করা হবে। পুলিশের দাবি, উমর খালিদকে জিজ্ঞাসাবাদ করে কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ মিলেছে। দিল্লি দাঙ্গার সময় ইউনাইটেড এগেইনস্ট হেট গ্রুপ ও পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার সঙ্গে নিয়মিত উমর খালিদ যোগাযোগ রাখতেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগও রয়েছে।