গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জখম ১৩ বাঙালি
হায়দরাবাদ, ২১ জানুয়ারি: বুধবার মাঝরাতে হায়দরাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ১৩ জন। জানা গিয়েছে, এঁরা সকলেই বাঙালি। সোনার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এরা সকলেই। তাই থাকতেনও একসঙ্গে।স্থানীয়রা জানিয়েছেন, বুধবার মাঝরাতে হঠাৎই তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা।আর্তনাদে ঘুম ভেঙে যায় এলাকার সকলে্রই।বাড়ি থেকে বেরিয়েই সকলে ওই বাড়ি থেকে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন। ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় আসে মীর চক থানার পুলিশ। জখমদের কয়েকজনকে স্থানীয় ওসমানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, জখমদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের প্রাথমিক অনুমান, সোনার কাজ করার জন্য যে রাসায়নিকের ব্যবহার করা হয়, তা থেকেই অসতর্কতার কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।