একটানা ৭ দিন ঘুমিয়ে থাকতে পারেন বাংলাদেশের মানিকগঞ্জের যুবক
একজন স্বাভাবিক মানুষ কতক্ষণ ঘুমোতে পারেন ৮ ঘন্টা। খুব বেশি হলে ১০ ঘণ্টা। কিন্তু কখনও কি শুনেছেন , কোনও মানুষ ৭ দিন একটানা ঘুমিয়ে থাকতে পারে। কোনওরকম খাওয়াদাওয়া ছাড়াই। সকাল থেকে বিকেল হয়ে গেলেও তার ঘুম থেকে ওঠার নাম নেই। হ্যাঁ , এরকম অদ্ভূত প্রকৃ্তির মানুষের সন্ধান পাওয়া গেছে বাংলাদেশের মানিকগঞ্জের কৃষ্ণপুর গ্রামে। শুধু তাই নয় , টয়লেটে গিয়েও তিনি ঘুমিয়ে পড়েন। সেখানে কেটে যায় দু থেকে তিনদিন। এমন অদ্ভূত প্রকৃ্তির মানুষের নাম তো জানতেই হবে। তার নাম ভোম্বল শীল (৩৫)। তার এই অস্বাভাবিক জীবনযাপন চলছে ২০ বছর ধরে। এই জীবনযাপনে তার কোনও অসুবিধেই হয়নি। বরং দিব্যি কাটিয়ে দিয়েছেন বছরের পর বছর। চলাফেরা ও কথাবার্তা শুনলে বোঝা যাবে না , আর পাঁচজন মানুষের থেকে তিনি কতটা আলাদা। আরও পড়ুন ঃ দীপাবলির শুভেচ্ছা জানালেন জো বিডেন ও কমলা হ্যারিস তার অস্বাভাবিক জীবনের নিদর্শন আরও আছে। অথচ একাই তিনি ১০ জনের খাবার খেয়ে নিতে পারেন। কিন্তু তার দেহ জীর্ণ ও শীর্ণকায়। এমন রেকর্ডও তার রয়েছে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গেলে কেবল তারই খাওয়া হয় পেটভোরে। ভোম্বলকে তাই খেতে দিতে পারে না পরিবারের লোকেরা। ্এছাড়াও স্নান করতে গেলেও অনেকক্ষণ সময় লাগে। চিকিৎসকরা বলছেন , ভোম্বল জটিল মানসিক রোগে আক্রান্ত । দ্রুত চিকিৎসা করলে তার সুস্থ হয়ে ওঠা সম্ভব। কিন্তু অর্থের অভাবে সেই চিকিৎসাও আটকে রয়েছে। কারণ , ভোম্বলের ভাইয়ের পক্ষে চিকিৎসার খরচ টানা সম্ভব নয়।