অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় অসুস্থ, কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি
তিনি সত্যজিত রায়ের চারুলতা। বাংলা সিনেমার জগতে তাঁর অভিনয়ের ভক্তের সংখ্যা প্রচুর।সেই বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় শুক্রবার সকালে হটতাই অসুস্থ হয়ে পরেন।তাঁকে দ্রুত উডল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁর শারীরিক পরীক্ষা নীরিক্ষা শুরু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বেশ কিছুসময় ধরেই রক্তাল্পতায় ভুগছেন অভিনেত্রী। ৮০ বছর বয়সী অভিনেত্রীর সুগারের সমস্যাও রয়েছে। এছাড়াও বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছেন । এদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করবার পরামর্শ দেন চিকিৎসক। তিনি মেডিসিন বিভাগে আপাতত ভর্তি রয়েছেন। তাঁর অসুস্থতার কারণ খতিয়ে দেখতে চিকিৎসকরা ইতিমধ্যেই একাধিক টেস্টও শুরু করেছেন। হাসপাতালের তরফে আনুষ্ঠানিক বিবৃতিতে এদিন জানানো হয়েছে, এই মুহূর্তে মাধবী মুখোপাধ্যায়ের পরিস্থিতি একদম স্থিতিশীল। হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান বিশ্বজিত ঘোষদস্তিদারের আওতায় চিকিত্সাধীন রয়েছেন অভিনেত্রী।বর্ষীয়ান অভিনেত্রীর পরিবারের তরফ থেকে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ বোধ করছিলেন। তাই সবরকম পরীক্ষানিরীক্ষার জন্যই হাসপাতালে ভর্তি করানো হয়েছে মাধবী মুখোপাধ্যায়কে। দ্রুত শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠে বাড়ি আসবেন অভিনেত্রী, প্রার্থনা করছে তাঁর পরিবার থেকে শুরু করে অনুরাগীরা।

