কোভিডমুক্ত রাজ-শুভশ্রী, ছেলেকে কোলে নিয়ে রাজ
৪ জানুয়ারি আচমকাই দ্বিতীয়বারের জন্য করোনায় আক্রান্ত হল পরিচালক ও বিধায়াক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। ৭ দিন অতিক্রান্ত হয়ে গেছে। এখন তারা দুজনেই সুস্থ। করোনায় আক্রান্ত হওয়ার পর রাজ চক্রবর্তী জানিয়েছিলেন ছেলের সঙ্গে দেখা করতে পারছেন না। তার মনখারাপ। তবে এবার খুশির খবরটা এল।কোভিডমুক্ত হয়ে বৃহস্পতিবার ছেলেকে কোলে নিতে দেখা রাজ চক্রবর্তী কে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন ,চটকে খেয়ে নেবো। কমেন্টে নেটিজেনরা অনেক ভালোবাসা জানিয়েছে। উল্লেখ্য ২১ জানুয়ারি রাজ চক্রবর্তীর ছবি ধর্মযুদ্ধ মুক্তির কথা ছিল। কিন্তু সেটা আপাতত বন্ধ।

