জন্মের পর থেকেই তার পক্ষে সেইভাবে বাইরে ঘোরা সম্ভব হয়নি। তার অন্যতম কারণ করোনা মহামারী। কিন্তু পুজোর আগে বাবা-মায়ের সঙ্গে বিদেশ ঘুরতে চলে গেলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলির ছোট্ট ইউভান। পুজোর আগে কয়েকদিনের সময় বার করে যুবান কে মলদ্বীপে ঘোরাতে নিয়ে গেলেন রাজ ও শুভশ্রী। এর আগে একসঙ্গে পুরী গিয়েছিলেন। এবার সোজা মলদ্বীপে।
ছুটির মেজাজে সপরিবারে যে বেজায় আনন্দ করছেন, তার কয়েকটি ঝলক ইতিমধ্যেই নেটিজেনরা দেখেছে। শুরুতেই বিমানবন্দরের একটি ভিডিও পোস্ট করেছেন রাজ চক্রবর্তী। মায়ের সঙ্গে ম্যাচিং করে কালো রঙের পোশাক পরেছে সে। ছুটির মেজাজে একরত্তি বিমানবন্দর থেকেই মজা করতে শুরু করেছে। এ প্রান্ত থেকে ও প্রান্ত সে ছুটি বেড়াচ্ছে। যদিও নজরে রেখেছেন শুভশ্রী। আর সেই ছবি ক্যামেরাবন্দি করেছেন রাজ চক্রবর্তী।
অন্যদিকে একগুচ্ছ ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন শুভশ্রী। এয়ারপোর্ট ফ্যাশনে তিনি একের পর এক ড্রেসে তাক লাগিয়ে দিচ্ছেন রীতিমতো। কম যাচ্ছেন না রাজও। কয়েকটি ছবি দিয়ে সেটিও বুঝিয়ে দিয়েছেন শুভশ্রী। কয়েকদিন পরেই শুটিংয়ের তুমুল ব্যস্ততা শুরু হবে তারকা দম্পতির। তার আগে যুবানকে বেশ খানিকটা ফ্রি টাইম উপহার দিলেন দুজনে।
- More Stories On :
- Yuvaan
- Subhoshree
- Raj
- Maldives