Yuvaan : ঢাক বাজাচ্ছে ইউভান, শুভশ্রী বলছে ওয়েল ডান
টলিউড অভিনেত্রী শুভশ্রী চক্রবর্তী অনেকেরই খুব পছন্দের অভিনেত্রী। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিয়ে হওয়ার রাজ-শুভশ্রীর কেমিস্ট্রি নিয়ে অনেক আলোচনা হয়। দুজনের ফুটফুটে ছেলে ইউভানের জন্মের পর তো আলোচনার বেশিরভাগটাই এখন খুদে কে নিয়ে।সম্প্রতি বাবা-মায়ের সঙ্গে মলদ্বীপ ঘুরে এসেছে ছোট্ট ইউভান। মলদ্বীপে অনেক মজা করতে দেখা গেছে। মলদ্বীপ থেকে ফিরে এবার পুজো মন্ডপে ইউভান কে দেখা গেল এই অন্য বেশে।হাওড়ার শুভশ্রী গাঙ্গুলি ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে দেখা যাচ্ছে ঢাক বাজাচ্ছে ইউভান। শুভশ্রী পাশ থেকে বলছেন, বা ভেরি নাইস। ওয়েল ডান ওয়েল ডান। গুড জব। ভিডিওতে দেখা যাচ্ছে যারা পিছনে বসে আছেন তারাও ইউভানের কীর্তিতে হাসছেন। ইউভানের এই খুদে হাতে ঢাক বাজানোর ভিডিও পোস্ট হওয়ার পরেই প্রচুর কমেন্ট আসতে শুরু করেছে। এখনও পর্যন্ত ১.১ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। তাহলে বোঝাই যাচ্ছে ইউভান ছোট হলেও তার জনপ্রিয়তা কম নয়। সে এখন খুদে স্টার।