Shilpa Shetty: রাজ কুন্দ্রা গ্রেফতারের পর ইনস্টাগ্রাম পোস্ট দিলেন শিল্পা
পর্নছবি বানানোর অভিযোগে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার তাঁকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ। তার পরের দিন আদালতে পেশ করলে শুক্রবার পর্যন্ত পুলিশি হেফাজতে্র নির্দেশ দেওয়া হয়। রাজের গ্রেফতারির সঙ্গে শিল্পার নাম বার বার উঠে এলেও এত দিন সেই প্রসঙ্গে কোনও কথা বলতে দেখা যায়নি শিল্পা শেট্টিকে। অবশেষে মুখ খুললেন তিনি।আরও পড়ুনঃ রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি ব্যবসায় কি শিল্পা শেট্টিও জড়িত?বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে কঠিন সময়ের কথা তুলে ধরেছেন শিল্পা। পোস্টে আবার দিয়েছেন একটি বইয়ের পাতা। যেখানে রয়েছে জেমস থার্বারের একটি উক্তি। যেটির বাংলা করলে কতকটা এমনটাই দাঁড়ায়- রাগ নিয়ে পিছিয়ে যাওয়া নয়, ভয় নিয়ে এগিয়ে যাওয়া নয়, সচেতন হওয়া উচিত। এর পরে সেই উক্তির ব্যাখ্যা দিয়ে শিল্পা লিখেছেন, আমি ভাগ্যবান যে আমি বেঁচে রয়েছে। আমি গভীর নিঃশ্বাস নিই। এর আগেও কঠিন চ্যালেঞ্জ অতিবাহিত করেছি। ভবিষ্যতেও করব। আমার জীবন উপভোগ করতে কোনো কিছুই বাধা হতে পারে না।৪৫ বছর বয়সি রাজ কুন্দ্রাকে মূল ষড়যন্ত্রকারী হিসাবে বর্ণনা করে পুলিশ দাবি করেছে, তাঁর বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। পর্ন চলচ্চিত্রের প্রযোজনা এবং তা অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।