সায়েন্স সিটিতেই পাওয়া যাবে তুষারে ঢাকা উত্তরমেরু
সারা বছরই বরফে ঢাকা থাকে উত্তর মেরুর দেশ নরওয়ে। কিন্তু এই দেশে গেলেই প্রকৃতির অপূর্ব রূপের সাক্ষী পাওয়া যায়। সারা বছর এখানে আর্কটিক শিয়াল ও বল্গাহরিণ দেখতে পাওয়া যায়। এখানকার পুরোনো জনগোষ্টীকে সামি বলা হয়। যাদের মূল কাজ বল্গাহরিণ প্রতিপালন। আর্কটিককে বলেন তুষার স্বর্গ। সেই তুষারকে তুলে ধরা হয়েছে ত্রিমাত্রিক লাইফ আন্ডার দ্য স্কাই আর্কটিক স্কাই নামে ফুল ডোম সিনেমায়। নরওয়ের হিমবাহের ভারসাম্য, জীববৈচিত্রের ওপর উষ্ণায়নের প্রভাব নিয়ে সায়েন্স সিটির স্পেস থিয়েটারে এই সিনেমাটি দেখানো হল। ৪১ মিনিটের বিজ্ঞানভিত্তিক সিনেমায় তুলে ধরা হয়েছে আর্কটিকের প্রাকৃতিক সৌন্দর্যকে। প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিনেমাটি দেখানো হবে। মোট ৬টা শো। টিকিট ৮০ টাকা।