এসএসসি দুর্নীতি মামলায় কমিশনের দুই প্রাক্তন উপদেষ্টাকে গ্রেফতার করল সিবিআই
এসএসসি দুর্নীতি মামলায় এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাকে গ্রেফতার করল সিবিআই। ধৃতদের দফায় দফায় জেরা করার পর গ্রেফতারির সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর তাঁরা দুজনেই তদন্তে অসহযোগিতা করছিলেন।এর আগে হাই কোর্ট নির্দেশে বাগ কমিটি যে রিপোর্ট জমা দেয় সেই রিপোর্টেও এসএসসির এই দুই প্রাক্তন কর্তা শান্তিপ্রসাদ সিনহা এবং অশোক সাহার নাম ছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সূত্রে খবর, এঁরা দুজনেই তদন্তে সাহায্য করছিলেন না। তথ্য গোপন করে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন। সেই কারণেই শান্তিপ্রসাদ ও অশোক সাহাকে গ্রেফতার করা হল বলে মনে করা হচ্ছে।সিবিআই সূত্রে খবর বারংবার ডেকে জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলাই তাঁরা হেপাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নেন সিবিআই। সেই কারনেই এই দুই প্রাক্তন এসএসসি কর্তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নিল বলে মনে করছেন অভিজ্ঞ মহল।এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করেছে রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ বন্ধু অর্পিতা মুখোপাধ্যায়কে। তাঁদের জোরা তল্লাশিতে টালিগঞ্জ ও বেলঘরিয়ার অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ সহ সোনার গহনা ও একাধিক স্থাবর সম্পত্তির নথি উদ্ধার হয়েছে। প্রসঙ্গত কলকাতা হাই কোর্টের নির্দেশে এসএসসিতে নিয়োগে দূর্নীতির তদন্তভার পায় সিবিআই। এই মামলায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। বুধবার বিকেলে এসএসসির প্রাক্তন দুই উপদেষ্টাকে গ্রেফতার করল সিবিআই।

