রিয়ার জামিনের আবেদনের কী হলো?
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নেমে মাদক যোগের কারণে সুশান্তের প্রাক্তন বান্ধবী রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক চক্রবর্তী, স্যামুয়েল মিরান্ডা, আবদুল বাসিত, জাইদ ভিলাত্রা, দীপেশ সাওয়ন্তকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তাঁদের জামিনের আবেদন শুক্রবার ১১ সেপ্টেম্বর খারিজ করে দিল মুম্বাইয়ের বিশেষ আদালত। রিয়ার আইনজীবী জানিয়েছেন, অর্ডার কপি হাতে পেলে আগামী সপ্তাহে হাইকোর্টে যাওয়া-সহ পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত করা হবে।