নিউটাউনের স্বর্ণ ব্যবসায়ী খুনে নয়া মোড়! খুনের কথা স্বীকার দুই অভিযুক্তের, নাম জড়াল বিডিওর
নিউটাউনের স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পুলিশের তদন্তে। জানা গিয়েছে, ধৃত দুই অভিযুক্তই স্বীকার করেছে যে তারা খুনে জড়িত। আরও বড় বিস্ফোরণ রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নামও জড়িয়ে পড়েছে এই ঘটনায়। পুলিশ সূত্রে খবর, খুনের দিন ঘটনাস্থলে আরও চারজন উপস্থিত ছিল।তদন্তে উঠে এসেছে, সেদিন একটি নীলবাতি গাড়িতে চড়ে দত্তাবাদের ওই সোনার দোকানে পৌঁছয় অভিযুক্তরা। দোকানে ঢুকেই বেধড়ক মারধর করা হয় ব্যবসায়ীকে। বেল্ট ও লাঠির আঘাতে অচেতন হয়ে পড়েন তিনি। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় স্বর্ণ ব্যবসায়ীর। এরপর তাঁর নিথর দেহ তুলে দেওয়া হয় সেই নীলবাতি গাড়িতে। রাতের অন্ধকারে নিউটাউনের যাত্রাগাছির খালের ধারে ফেলে দেওয়া হয় দেহ।পরিবারের দাবি, খুনের সঙ্গে সরাসরি জড়িত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। তাঁদের অভিযোগ, দিনকয়েক আগে বিডিওর বাড়ি থেকে চুরি গিয়েছিল বেশ কিছু সোনার গয়না। পরে তিনি জানতে পারেন, সেই চুরি যাওয়া গয়নাগুলি দত্তাবাদের দোকানে বিক্রি হয়েছে। সেই সূত্র ধরেই দোকানে যান বিডিও। প্রথমে খোঁজখবর নেওয়ার অজুহাতে এলেও, পরে ব্যবসায়ীকে অপহরণ ও খুনের নেপথ্যে তিনিই ছিলেন বলে পরিবারের দাবি।খুনের পরদিনই শহর ছাড়েন বিডিও প্রশান্ত। সূত্রের খবর, তাঁর যাত্রার দিন দমদম বিমানবন্দরে তাঁকে পৌঁছে দেয় ধৃত রাজু নামে এক ব্যক্তি, যে এখন পুলিশের হেফাজতে। অভিযোগের মুখে দাবাং বিডিও প্রশান্ত বর্মন অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, আমার বাড়ি থেকে কোনও সোনা চুরি যায়নি। ওই ব্যবসায়ীকে আমি চিনি না। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে।পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। তদন্তকারীরা এখন বিডিওর ভূমিকা খতিয়ে দেখছেন। নীলবাতি গাড়ির মালিকানা, মোবাইল লোকেশন ও সিসিটিভি ফুটেজ ঘিরে চলছে খোঁজ। এই ঘটনায় ইতিমধ্যেই তীব্র আলোড়ন পড়েছে প্রশাসন ও রাজনৈতিক মহলে। সাধারণ মানুষের মধ্যে উঠেছে প্রশ্ন সরকারি গাড়ি, সরকারি পদ ও ক্ষমতার আড়ালে আর কতটা ভয়ঙ্কর অপরাধ লুকিয়ে আছে?দত্তাবাদের সাধারণ মানুষের দাবি, এটা নিছক খুন নয়, এটা ক্ষমতার অহংকারের প্রতিশোধ। পুলিশের এক কর্তা বলেন, ঘটনা অত্যন্ত জটিল। ধীরে ধীরে সব কিছু পরিষ্কার হচ্ছে। সত্যিটা বের করে আনবই।

