বারো দিন পর দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় অবশেষে বড় সাফল্য পুলিশের হাতে। গ্রেপ্তার হল রাজগঞ্জের বিতর্কিত বিডিও প্রশান্ত বর্মনের গাড়িচালক রাজু ঢালি এবং তাঁর ঘনিষ্ঠ বন্ধু তুফান থাপা। রাজু রাজারহাটের বাসিন্দা, এবং দীর্ঘদিন ধরে ওই বিডিওর সঙ্গে কাজ করতেন। তুফান, বিডিওর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু বলেই জানিয়েছে পুলিশ।
তদন্তকারীদের হাতে এসেছে সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে নীলবাতি লাগানো একটি সরকারি গাড়িতে দেহ লোপাটের দৃশ্য। এই ফুটেজকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে বিচারক দুই অভিযুক্তকে ১২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
নিহত স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলা, পশ্চিম মেদিনীপুরের নীলদা পোস্ট অফিস এলাকার দিলামাটিয়ার বাসিন্দা। দত্তাবাদে বহু বছর ধরে তাঁর সোনার গয়নার দোকান ছিল। পরিবারের অভিযোগ, গত ২৮ অক্টোবর বিকেলে দোকান থেকেই তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর বিধাননগর দক্ষিণ থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। কিন্তু কয়েকদিন পর নিউটাউনের যাত্রাগাছির বাগজোলা খালের ধারে ঝোপের ভেতর থেকে মেলে তাঁর নিথর দেহ।
পরিবারের দাবি, পরিকল্পিতভাবে অপহরণ করে খুন করা হয়েছে স্বপনকে। তাঁদের অভিযোগে সরাসরি নাম উঠে আসে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। জানা যায়, কয়েকদিন আগে ওই বিডিওর বাড়ি থেকে কিছু গয়না হারিয়ে গিয়েছিল। সেই গয়না নাকি স্বর্ণ ব্যবসায়ী স্বপনের দোকানে বিক্রি করা হয়, এমনই দাবি করেন প্রশান্তবাবু। সেই নিয়েই প্রথমে সংঘাত বাঁধে। পরে ২৮ অক্টোবর, একটি নীলবাতি গাড়ি নিয়ে ফের দত্তাবাদে আসেন তিনি। স্থানীয়দের দাবি, তাঁকে দোকানের সামনে নামতে দেখা গিয়েছিল। কিছুক্ষণ পর থেকে উধাও হয়ে যান স্বর্ণ ব্যবসায়ী।
পরের দিন তাঁর দেহ উদ্ধার হয় খালের ধারে। ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন বিতর্কিত বিডিও। শুক্রবার প্রকাশ্যে এসে তিনি দাবি করেন, অপহরণ ও খুনের ঘটনায় তাঁর কোনও যোগ নেই। কিন্তু তার ২৪ ঘণ্টার মধ্যেই তাঁর গাড়িচালক ও ঘনিষ্ঠ বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ।
পরিবারের দাবি, মূলচক্রী প্রশান্ত বর্মনকেও অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। “আমাদের ছেলেকে তুলে নিয়ে খুন করা হয়েছে। এখন গাড়িচালককে ধরেছে, কিন্তু আসল অপরাধী বাইরে ঘুরছে,” ক্ষোভে ফেটে পড়েন স্বপনের ভাই।
এদিকে সিসিটিভি ফুটেজে নীলবাতি গাড়ির উপস্থিতি ঘিরে প্রশ্নের ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। সরকারি গাড়ি ব্যবহার করে খুনের দেহ লোপাট—এই অভিযোগে প্রশাসনও চাপে। তদন্তে আরও নাম জড়াতে পারে বলে আশঙ্কা।
আরও পড়ুনঃ Gulshan Colony: SIR আতঙ্কে ফাঁকা নিউটাউন ও গুলশান কলোনি? বিস্ময়কর পরিসংখ্যান সামনে

