Rahul Dev Bose : 'জনতার কথা'র র্যাপিড ফায়ারের মুখোমুখি রাহুল দেব বোস
সাগরজ্যোতি ধারাবাহিকে সাগর সেনের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রাহুল দেব বোস। জনতার কথায় ১০টি র্যাপিড ফায়ারের খোলামেলা উত্তর দিলেন রাহুল দেব বোস।জনতার কথা ঃ এখনও পর্যন্ত তোমার অভিনীত প্রিয় চরিত্র কোনটা?রাহুল ঃ মহীম সেনজনতার কথা ঃ সাগর কি খেতে ভালোবাসে?রাহুল ঃ বিরিয়ানিজনতার কথা ঃ ইওর ড্রিম ডেস্টিনেশন টু ভিসিট?রাহুল ঃ সুইজারল্যান্ডজনতার কথা ঃ দুজনেই ভালো বন্ধু। দুজনের মধ্যে যেকোনও একজন কে চুস করতে হবে। ১) নবনীতা ২) মোহররাহুল ঃ এই প্রশ্নগুলো নবনীতা ও মোহর দুজন কে পাশাপাশি রেখে কখনও করতে নেই। যাকে চুস করবো অন্য একজনের থেকে জুতো খাবো। দুজনেই খুব ক্লোস বন্ধু আমার। জনতার কথা ঃ ফোনে কোন অ্যাপ সবথেকে বেশি ব্যবহার করো?রাহুল ঃ হোয়াটসঅ্যাপ। ইসিলি।জনতার কথা ঃ তোমার কাছে ফ্যাশন মানে কি? রাহুল ঃ আমার কাছে ফ্যাশন মানে এলিগেন্স। জনতার কথা ঃ সাগরজ্যোতি তে সবথেকে বেশি টেক কে নেয়?রাহুল ঃ আমি নিই। একটু সেন্স ও পারফেক্সনিজম আছে সো আমার নিজেরই পছন্দ হয়না। আমি বলি আরেকটা নেবে। জনতার কথা ঃ তুমি অনেকদিন ধরে মেগা করছো। এখন আবার ছবিতেও কাজ করছো। মেগা ও ছবির মধ্যে একটা চুস করতে বলা হলে কোনটা করবে? রাহুল ঃ দিস ইস আনফেয়ার। কারণ মেগা আমাকে সবটা দিয়েছে। আমি থার্ড অপশন নিতে চাইবো। কারণ দুটোর থেকে বেশি প্রিয় আমার কাছে থিয়েটার। জনতার কথা ঃ অবসর সময় কি করতে ভালো লাগে?রাহুল ঃ পড়তে। রিড জনতার কথা ঃ আগামী ৫ বছরে সাগর নিজেকে কোন জায়গায় দেখতে চায়?রাহুল ঃ অ্যাস ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর ইন ওয়েস্টবেঙ্গল। মে বি ইন দ্য কান্ট্রি।