সাগরজ্যোতি ধারাবাহিকে সাগর সেনের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রাহুল দেব বোস। জনতার কথায় ১০টি র্যাপিড ফায়ারের খোলামেলা উত্তর দিলেন রাহুল দেব বোস।
জনতার কথা ঃ এখনও পর্যন্ত তোমার অভিনীত প্রিয় চরিত্র কোনটা?
রাহুল ঃ মহীম সেন
জনতার কথা ঃ সাগর কি খেতে ভালোবাসে?
রাহুল ঃ বিরিয়ানি
জনতার কথা ঃ ইওর ড্রিম ডেস্টিনেশন টু ভিসিট?
রাহুল ঃ সুইজারল্যান্ড
জনতার কথা ঃ দুজনেই ভালো বন্ধু। দুজনের মধ্যে যেকোনও একজন কে চুস করতে হবে। ১) নবনীতা ২) মোহর
রাহুল ঃ এই প্রশ্নগুলো নবনীতা ও মোহর দুজন কে পাশাপাশি রেখে কখনও করতে নেই। যাকে চুস করবো অন্য একজনের থেকে জুতো খাবো। দুজনেই খুব ক্লোস বন্ধু আমার।
জনতার কথা ঃ ফোনে কোন অ্যাপ সবথেকে বেশি ব্যবহার করো?
রাহুল ঃ হোয়াটসঅ্যাপ। ইসিলি।
জনতার কথা ঃ তোমার কাছে ফ্যাশন মানে কি?
রাহুল ঃ আমার কাছে ফ্যাশন মানে এলিগেন্স।
জনতার কথা ঃ সাগরজ্যোতি তে সবথেকে বেশি টেক কে নেয়?
রাহুল ঃ আমি নিই। একটু সেন্স ও পারফেক্সনিজম আছে সো আমার নিজেরই পছন্দ হয়না। আমি বলি আরেকটা নেবে।
জনতার কথা ঃ তুমি অনেকদিন ধরে মেগা করছো। এখন আবার ছবিতেও কাজ করছো। মেগা ও ছবির মধ্যে একটা চুস করতে বলা হলে কোনটা করবে?
রাহুল ঃ দিস ইস আনফেয়ার। কারণ মেগা আমাকে সবটা দিয়েছে। আমি থার্ড অপশন নিতে চাইবো। কারণ দুটোর থেকে বেশি প্রিয় আমার কাছে থিয়েটার।
জনতার কথা ঃ অবসর সময় কি করতে ভালো লাগে?
রাহুল ঃ পড়তে। রিড
জনতার কথা ঃ আগামী ৫ বছরে সাগর নিজেকে কোন জায়গায় দেখতে চায়?
রাহুল ঃ অ্যাস ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর ইন ওয়েস্টবেঙ্গল। মে বি ইন দ্য কান্ট্রি।
- More Stories On :
- Rahul Dev Bose
- Janatar Katha