Suravi : নতুন লুকে অভিনেত্রী সুরভী
বেশ কিছুদিন আগে ভাইরাল হয়েছিল ফটোগ্রাফার বুলান ঘোষের ক্যামেরায় তোলা অভিনেত্রী সুরভী সান্যালের ফটোশুট। সোশ্যাল এই শুটের ছবি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এবার সুরভীর নতুন কিছু শুটের ছবি তুললেন বুলান। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার পর এই ছবিগুলোও দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে।আরও পড়ুনঃ রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি ব্যবসায় কি শিল্পা শেট্টিও জড়িত?শুটের নতুন ছবি নিয়ে সুরভী বেশ উচ্ছ্বসিত। এখন তার এক্টূ বিজি শিডিউল চলছে। নতুন প্রোজেক্টের কাজ নিয়ে কথা চলছে। সেটা নিয়ে এখনও সেরকম কিছু জানা যায়নি যদিও। তবে এই ব্যসস্ততার মধ্যেই এই শুট অন্য মাত্রা এনে দিল।আরও পড়ুনঃ পর্নোগ্রাফি ছবি তৈরির অভিযোগে গ্রেফতার বলিউড অভিনেত্রীর স্বামীফেসবুকে এই শুটের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন,বাঁচি এই বিশ্বাসে, শেষ নিঃশ্বাসে তোমাকেই পাশে চাই, তুমি না থাকলে আমি শুন্য এই মহাদেশে। অন্যদিকে বুলান ফেসবুকে এই ছবি পোস্ট করে লিখেছেন,এক্সক্লুসিভ মাই শুট অ্যাক্ট্রেস সুরভী সান্যাল।