Covid Negetive : করোনামুক্ত পরমব্রত থেকে অন্যান্য টলি তারকা
২০২২ এর বছরের শুরুতেই এক এক করে টলিউডের তারকারা কোভিড আক্রান্ত হয়েছেন। পরমব্রত, দেব, রুক্মিণী, শুভশ্রী, রাজ চক্রবর্তী থেকে শুরু করে আরও অনেক তারকার কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে। তবে এবার সবাই করোনায় আক্রান্ত হলেও তার সংক্রমণের মাত্রা খুব কম। ফলে সকলেই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছেন।Did my Corona test which came NegativeStill completing my 7 days of Isolation at HomeThanku everyone for ur Love n Prayers 🙏🏻Wear ur Mask 😷Thts the only way we can fight this 🙏🏻Take care 😊 Dev (@idevadhikari) January 9, 2022অভিনেতা ও পরিচালক পরম্ব্রত চট্টোপাধ্যায় টুইট করে জানিয়েছেন তিনি পুরোপুরি সুস্থ। মঙ্গলবার থেকে কাজে যোগ দেবেন। করোনা নেগেটিভ দেব ও। তিনি টুইট করে জানিয়েছেন, এক সপ্তাহ না হওয়া পর্যন্ত নিভৃতবাসেই থাকব। সবার ভালবাসা এবং শুভ কামনা পেয়ে আপ্লুত। আজ শ্রীজাত-র নিভৃতবাসের শেষ দিন। কবি নিজ মুখেই জানিয়েছেন, আগের চেয়ে ভাল আছি। তবে দুর্বলতা, কাশি, সর্দি এখনও রয়েছে। বাকি সব আগের চেয়ে ভাল।For 3 times in a row, since yesterday, I have tested negative for #COVID19 2ice on antigen once on RTPCR. I know testing isnt compulsory past the isolation period, but start work tomorrow hence wanted to assure people Ill be meeting. Thank you for you wishes and prayers. parambrata (@paramspeak) January 10, 2022সৃজিত মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী মিথিলার কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। উপসর্গহীন বনি-কৌশানীও। তবে তাদের আইসোলেশন পিরিয়ড এখনও শেষ হয়নি।