চলতি আইপিএলের দ্বিতীয় ম্যাচেই জোর বিতর্ক। রবিবার ২০ সেপ্টেম্বর সুপার ওভারে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারায় দিল্লি ক্যাপিটালস। যদিও ম্যাচ সুপার ওভারে যাওয়ার কথাই ছিল না। আম্পায়ারের একটি ভুল প্রথম ম্যাচেই হার উপহার দিল অনিল কুম্বলের দলকে। শেষ ওভারে ১ রান তুলতে হিমশিম খেয়ে তরী ডোবা বা সুপার ওভারে বিস্ফোরক ফর্মে থাকা ময়াঙ্ক আগরওয়ালকে ব্যাট করতে না পাঠানোর থেকেও বেশি আলোচনা হচ্ছে ম্যাচ ঘোরানো শর্ট রান নিয়ে। রান তাড়া করতে নামা কিংস ইলেভেন ময়াঙ্কের ব্যাটে ভর করে তখন প্রাথমিক বিপর্যয় কাটিয়ে জয়ের সরণি ধরতে চাইছে। ম্যাচের ১৯তম ওভারের তৃতীয় বল। রাবাডার অফ সাইড ফুল টস একস্ট্রা কভারে ঠেলে দুই রান নিতে যান ময়াঙ্ক। কিন্তু আম্পায়ার নীতিন মেনন এটি এক রান দেন। যদিও রিপ্লেতে পরিষ্কার দেখা যায় এটা শর্ট রান ছিল না, দুই রানই ছিল। বীরেন্দ্র শেহওয়াগ টুইটে লিখেছেন, ম্যান অব দ্য ম্যাচ নির্বাচন ঠিক হয়নি। যিনি এটিকে এক রান দিয়েছেন সেই আম্পায়ারকেই ম্যাচের সেরা ঘোষণা করা উচিত ছিল। কেন না, তাঁর জন্যই ম্যাচের ফল অন্যরকম হয়েছে। এই টুইটকে রিটুইট করে কিংস কর্ণধার প্রীতি জিন্টা লিখেছেন, করোনা পরিস্থিতিতেও উদ্দীপনা নিয়ে এখানে এসে ৬ দিন কোয়ারেন্টিনে থেকেছি, হাসিমুখে ৫ বার নমুনা পরীক্ষা করিয়েছি। তবে সবচেয়ে বেশি আঘাত পেলাম আজ। হার-জিত খেলার অঙ্গ। এই স্পিরিট মেনে চলি। কিন্তু প্রযুক্তি যেখানে রয়েছে কেন তা ব্যবহার করা হবে না? ভুল সিদ্ধান্তের শিকার যাতে কাউকে না হতে হয় খেলার স্বার্থেই নিয়ম বদলাতে প্রয়োজনীয় পদক্ষেপ করা উচিত। এই পরাজয়ের রেশ কাটিয়ে আমাদের দল ঘুরে দাঁড়াবে সেই বিশ্বাস আছে। আমি বরাবরের মতো এবারেও পজিটিভ। কিন্তু বিসিসিআইয়ের উচিত খেলার স্বার্থেই নতুন নিয়ম চালু করা। প্রতি বছর এমনটা চলতে পারে না!