সন্তানের মঙ্গল কামনায় গোপীবল্লভপুরে মন্থন ষষ্ঠী পালন
সন্তানের মঙ্গল কামনায় গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদী তীরবর্তী গ্রামগুলোতে মহিলারা মহা সমারোহে পালন করলেন মন্থন ষষ্ঠী ব্রত। এদিন পিড়াশিমূল, আলমপুর, ভট্টগোপালপুর সহ একাধিক গ্রামের মহিলারা নদী তীরে অস্থায়ী ভাবে কলাগাছ, হলুদগাছ, দধি তৈরির মন্থন দন্ড সহ একাধিক উপাচার প্রতিস্থাপন করে ব্রত পালন করেন। পাশাপাশি সুবর্ণরেখা নদীর জলে মহিলারা সম্মিলিত ভাবে নদীর জলে অর্ঘ নিবেদন করেন।পুজো সম্পর্কে স্থানীয় এক পুরোহিত সত্যবান ঘোষাল জানান, মন্থন ষষ্ঠী নামে মুলত এই ব্রত পরিচিতি।কোথাও কোথাও আবার একে চাপড়া ষষ্ঠি হিসাবে নামকরণ করা হয়। এই ব্রত মুলত বাড়ির মহিলারা রাখেন। সন্তানের মঙ্গল কামনায় কিংবা পুত্র সন্তান কামনায়। প্রতি বছর ভাদ্র মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে সুবর্ণরেখা নদীর তীরে অস্থায়ী ভাবে দেবী স্থান প্রতিষ্ঠা করে পুজো হয়।