England Football: রাশফোর্ডদের বিরুদ্ধে বর্ণবৈষম্যমূলক মন্তব্য, সাউথগেটের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন
ইওরো ফাইনালে ইতালির বিরুদ্ধে টাইব্রেকারের গোল করতে ব্যর্থ ইংল্যান্ডের তিন কৃষ্ণাঙ্গ ফুটবলার র্যাশফোর্ড,স্যাঞ্চো ও সাকা। হারের পর তাঁদের বিরুদ্ধা সোশ্যাল মিডিয়ায় বর্ণবৈষম্যমূলক মন্তব্য করেছে ইংল্যান্ডে উগ্র সমর্থক। তা নিয়ে চারিদিকে সমালোনার ঝড় উঠেছে। ব্যাপারটা ভালভাবে নেয়নি ইংল্যান্ড ফুটবল সংস্থাও। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও ঘটনার তীব্র নিন্দা করেছেন। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেনও সমাচনায় মুখর। ঘটনার তদন্ত শুরু করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।আরও পড়ুনঃ প্রয়াত বলিউড অভিনেতা ও মিমিক্রি শিল্পী মাধব মোঘেইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, র্যাশফোর্ডদের বিরুদ্ধে যেভাবে বর্ণবৈষম্যমূলক মন্তব্য করা হয়েছে, তা লজ্জাজনক ও নিন্দানীয়। এই ধরণের ঘটনা মেনে নেওয়া যায় না। সরকারের উচিত দোষীদের দ্রুত বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন টুইটারে লিখেছেন, যারা এই ধরণের ঘৃণ্য কাজ করেছে, তাদের নিজেদেরই লজ্জা হওয়া উচিত। ওরা জাতির কলঙ্ক। প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেনও ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন, ২০২১ সালে এসে এই ধরণের ঘটনা মেনে নেওয়া যায় না। এই ফুটবলাররা দেশের সম্পদ। ওরা দেশকে কত সম্মান এনে দিয়েছে। এই ঘটনার পরে ২০৩০ সালে বিশ্বকাপ আয়োজনের জন্য আমরা যোগ্য কিনা ভাবতে হবে। যারা এই ধরণের মন্তব্য করেছে, তাদের লজ্জা হওয়া উচিত। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।আরও পড়ুনঃ ইংল্যান্ডের স্বপ্ন চুরমার করে ইউরো চ্যাম্পিয়ন ইতালিএদিকে, ফাইনালে ইতালির কাছে টাইব্রেকারে হারের পর ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেটের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। টাইব্রেকারে গোল করতে ব্যর্থ রাশফোর্ড, স্যাঞ্চো ও সাকা। কেন অনভিজ্ঞ সাকাকে টাইব্রেকারের গুরুত্বপূ্ণ শট নিতে দেওয়া হয়েছিল? জ্যাক গ্রিলিস শট নিতে চাইলেও কেন তঁার ইচ্ছেকে দমিয়ে রাখা হয়েছিল? পাঁচ শুটারের তালিকায় কেন রাহিম স্টার্লিংয়ের নাম ছিল না? সাউথগেট অবশ্য তরুণ সাকার পাশে দাঁড়িয়েছেন। বলেছেন, সাকা হয়তো নিজের মধ্যে ছিল না। তবে আমাদের ওর পাশে দাঁড়াতে হবে। ওকে সাহায্য করতে হবে। আশা করছি বাইরের কেউ সাকাকে ঘৃণা করবে না। রাশফোর্ড ও স্যাঞ্চোকে দীর্ঘক্ষণ রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। রাশফোর্ড, স্যাঞ্চো, সাকাকে টাইব্রেকারের জন্য মনোনীত করার জন্য সাউথগেট নিজেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। তিনি বলেন, এটা পুরোপুরি আমার সিদ্ধান্ত। প্র্যাকটিসে টাইব্রেকার শট মারার ভিত্তিতেই ফুটবলারদের বেছে নিয়েছিলাম। কেউই নিজে থেকে মারতে যায়নি। সব দায়িত্ব আমার। সাউথগেটের এই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছেন প্রাক্তন অধিনায়ক অ্যালান শিয়েরার। এদিকে, জ্যাক গ্রিলিশ দাবি করেছেন, তিনি টাইব্রেকার শট নিতে চাইলেও মারতে দেওয়া হয়নি।