World Cup Qualifier :মেসি, নেইমারের ব্যর্থতার দিনেও জিতল আর্জেন্টিনা, ব্রাজিল
বার্সিলোনা ছেড়ে প্যারিস সাঁ জাঁতে যোগ দেওয়া পর এই প্রথম দেশের হয়ে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। তিনি গোল না পেলেও জয় পেল আর্জেন্টিনা। বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচে ভেনেজুয়েলাকে ৩১ ব্যবধানে হারিয়ে ২০২২ কাতার বিশ্বকাপের দিকে অনেকটাই এগিয়ে গেল মেসির দল। ব্রাজিলও চিলিকে ১০ ব্যবধানে হারিয়ে কাতার বিশ্বকাপের যোগ্যতা প্রায় অর্জন করে ফেলল। ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জেতার পর এদিনই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেললেন লিওনেল মেসিরা। ভেনেজুয়েলার বিরুদ্ধে এদিন জয় এল আগাগাোড়া দাপট দেখিয়েই। কারাকাসের এস্তাদিও দে অলিম্পিকো দে লা ইউসিভিতে অনুষ্ঠিত ম্যাচে লাউতারো মার্টিনেজের গোলে প্রথমার্ধে এগিয়ে ছিল আর্জেন্তিনা। দ্বিতীয়ার্ধে দুই পরিবর্ত জোয়াকিন করেয়া ও অ্যাঞ্জেল করেয়া ব্যবধান বাড়ান। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে ভেনেজুয়েলার একমাত্র গোলটি আসে পেনাল্টি থেকে। ব্যবধান কমান ইয়েফের্সন সোটেলডো। ৩২ মিনিটে ভেনেজুয়েলার লুই মার্টিনেজ লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ার পরই আর্জেন্টিনার দাপট বেশি বাড়ে। ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল আর্জেন্তিনা। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের সাতটি ম্যাচেই অপরাজিত রয়েছেন মেসিরা। আর্জেন্তিনার জয় এসেছে ৪টিতে, ড্র ৩টি। ম্যাচের শুরু থেকেই মেসিকে আটকানোর জন্য উঠেপড়ে লেগেছিলেন ভেনেজুয়েলার ফুটবলাররা। ম্যাচের ২৮ মিনিটে লিওনেল মেসিকে অবৈধভাবে বাধা দিয়েছিলেন লুই মার্টিনেজ। তিনি হাঁটুতে চোট পাওয়া ভেলাকোয়েজের পরিবর্ত হিসেবে ২৫ মিনিটের মাথায় মাঠে নেমেছিলেন। মার্টিনেজের ট্যাকলে মেসি হাঁটুতে চোট পান। মার্টিনেজকে প্রথমে হলুদ কার্ড দেখিয়েছিলেন রেফারি। পরে ভারএর সাহায্য নিয়ে সিদ্ধান্ত বদলে লাল কার্ড দেখান। মার্টিনেজ মাঠ ছাড়ার পরই আর্জেন্তিনা বিপক্ষের ১০ জন হয়ে যাওয়ার সুযোগ কাজে লাগায়।প্রথমার্ধের ইনজুরি সময়ে এগিয়ে যায় আর্জেন্টিনা। লো সেলসোর কাছ থেকে বল পেয়ে বক্সের মাথা থেকে জোরালো শটে গোল করেন লাউতারো মার্টিনেজ। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে এটি তাঁর তৃতীয় গোল। দ্বিতীয়ার্ধেও আর্জেন্টিনার আধিপত্য বজায় ছিল। ৬২ মিনিটে পরিবর্ত হিসেবে মাঠে নামেন জোয়াকিন করেয়া ও অ্যাঞ্জেল করেয়া। মাঠে নামার মিনিট দশেক পরেই ব্যবধান বাড়ান জোয়াকিন করেয়া। লাউতারো মার্টিনেজের পাস থেকে তিনি ২০ করেন। মিনিট তিনেক পরেই ৩০ করেন অ্যাঞ্জেল করেয়া। ম্যাচের অন্তিমলগ্নে আর্জেন্তিনার পরিবর্ত ফুটবলার আলেজান্দ্রো গোমেজ ভেনেজুয়েলার সোটেলডোকে বক্সে বাধা দিলে রেফারি প্রথমে পেনাল্টি দেননি। পরে ভেনেজুয়েলার ফুটবলারদের আবেদনে সাড়া দিয়ে ভারএর সাহায্যে পেনাল্টি দেন। পেনাল্টি থেকে সোটেলডো ব্যবধান কমান। এদিকে, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে অপ্রতিরোধ্য ব্রাজিল। টানা ৭ ম্যাচ জিতে কাতারের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলেছে। এদিন চিলির বিরুদ্ধে দাপট না দেখাতে পারলেও নেইমাররা জয় ছিনিয়ে নিয়েছেন ১০ ব্যবধানে। ব্রাজিলের পরের ম্যাচ আর্জেন্টিনার বিরুদ্ধে। কোপা আমেরিকা ফাইনালে পরাজয়ের প্রতিশোধ নিতে নামার আগে এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে নেইমারদের। নিজেদের মাঠে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকার পাশাপাশি ম্যাচের বেশিরভাগটাই ব্রাজিলের চেয়ে ভাল খেলেছে চিলি। কিন্তু গোলমুখ খুলতে ব্যর্থ হয়। প্রথমার্ধে ম্যাচের ফল ছিল গোলশূন্য। ৬৪ মিনিটে নেইমার ও এভার্টন রিবেইরোর যুগলবন্দিতে জয়সূচক গোলটি পায় ব্রাজিল। দানিলোর থেকে বল পেয়ে তা রিবেইরোকে বাড়ান নেইমার, রিবেইরো ফের নেইমারকে লক্ষ্য করে বল বাড়ালে শট নেন নেইমার। চিলির গোলকিপার আংশিক প্রতিহত করলে ফিরতি বল যায় এভার্টন রিবেইরোর কাছে। তিনি বল জালে পাঠান। ৭ ম্যাচে ২১ পয়েন্ট পেয়ে শীর্ষে ব্রাজিল।