ধর্মীয় সুড়সুড়ি বাংলায় কাজ করে না: ফিরহাদ
বাংলার বিশ্বজননীকে বিশ্বস্তরে নিয়ে গিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইদ বা মহরমের জন্য বিসর্জন পিছিয়ে যাওয়া-সহ অনেকরকম অপপ্রচার চলছে। তবে জেনে রাখুন, বাংলায় পুজো, ইদ, মহরম একসঙ্গে হতে পারে, এটাই বাংলার কৃষ্টি। ধর্মীয় সুড়সুড়ি উত্তরপ্রদেশে কাজে দিতে পারে, বাংলায় ও সব চলে না। ছোটো করে হলেও বাংলায় ফিরহাদ হাকিম দুর্গাপুজো করে থাকে। রবিবার ২০ সেপ্টেম্বর কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ফোরাম ফর দুর্গোৎসব আয়োজিত মায়ের জন্য রক্তদানের অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, করোনা পরিস্থিতির মধ্যেও আমাদের প্রাণের পুজো বাংলায় হবে। কীভাবে হবে সে ব্যাপারে ২৫ সেপ্টেম্বর আমাদের দিশা দেখাবেন মুখ্যমন্ত্রী। পুজো সংগঠকরাও অনেক সামাজিক কাজ করে থাকে। যাঁরা রক্তদান করছেন নমাজ পাঠ বা পুজো করার চেয়েও তা বেশি পবিত্র কাজ। রক্তের কোনও ধর্ম নেই, রক্তের গ্রুপ আসল। ফিরহাদ হাকিমের রক্ত যেমন কোনও পুরোহিতের লাগতে পারে, তেমন অরূপ বিশ্বাসের রক্ত বাঁচাতে পারে কোনও ইমামকে। ফিরহাদ ছাড়াও এদিন রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, সাংসদ মালা রায়, প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস কুমার প্রমুখ।