Felna : ফেলনার ৩০০ তম এপিসোড
রাজ চক্রবর্তী প্রোডাকশনের জনপ্রিয় ধারাবাহিক ফেলনা। এই ধারাবাহিক ১০০-২০০ এপিসোড পেরিয়ে ৩০০ তম এপিসোডে পা দিল। এই স্পেশ্যাল দিনটি সেলিব্রেট করল ধারাবাহিকের সকলে। সোশ্যাল মিডিয়াতে সেলিব্রেশনের ছবিও পোস্ট করেছে তারা। ছবিতে দেখা যাচ্ছে সামনে কেক রাখা আর ফেলনা ধারাবাহিকের সকলেই মজার মেজাজে রয়েছেন। অভিনেত্রী রোশনি তন্বি ভট্টাচার্য, লাবনী সরকার, দেবোজ্যোতি রায় চৌধুরী, শমীক চক্রবর্তী, হিয়া দে, পুষ্পিতা মুখারজি, সৃষ্টি পাণ্ডে ধারাবাহিকের সকলেই ৩০০ তম এপিসোড সেলিব্রেশনে মেতে ওঠেন। সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করে ক্যাপশনে রোশনি লিখেছেন,ফেলনা ৩০০ এপিসোড ক্রস করলো। আরও অনেক এপিসোড আমরা একসঙ্গে করতে চাই। এই প্রোজেক্টটা দেওয়ার জন্য স্টার জলসা ও সাহানা দি কে অনেক ধন্যবাদ জানাই। এই ধারাবাহিকের গৌরব ভট্টাচার্য লিখেছেন,লেট দ্য ম্যাজিক্যাল মার্চ কন্টিনিউ। পুষ্পিতা মুখারজি কমেন্ট করেছেন,ওয়েল ডান। জনতার কথা র পক্ষ থেকে টিম ফেলনার জন্য রইল অনেক শুভেচ্ছা।