মহিলা ক্রিকেটারের হাতে ভেঙে গেল ধোনির রেকর্ড!
মহিলা ক্রিকেটাররাও যে কোনও অংশে কম যান না দেখিয়ে দিলেন অ্যালিসা হিলি। মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার মহিলা দলের এই উইকেটকিপার। টি২০ ক্রিকেটে ধোনিকে টপকে তিনিই হয়ে গেলেন সর্বোচ্চ উইকেট শিকারের মালিক। ৯৮টি আন্তর্জাতিক ম্যাচে ৫৭টি ক্যাচ ও ৩৪টি স্টাম্পসহ ধোনির মোট শিকার ৯১। অ্যালিসা হিলির সংগ্রহে ৯২ শিকার। ৪২টি ক্যাচ ও ৫০টি স্টাম্প। অস্ট্রেলিয়ান এই উইকেটকিপার খেলেছেন ১১৪টি ম্যাচ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়ারহ্যামের বলে অ্যামি স্যাটার্থওয়েথকে স্টাম্পড করে ধোনিকে স্পর্শ করেন হিলি। আর লৌরেন ডনের ক্যাচ তালুবন্দী করে টপকে যান। আন্তর্জাতিক টি২০ ম্যাচে সর্বোচ্চ উইকেটশিকারের তালিকায় প্রথম পাঁচে একমাত্র পুরুষ ক্রিকেটার ধোনি। ৯০ ম্যাচে ৭৪ শিকার করে ধোনির পরেই রয়েছেন ইংল্যান্ডের মহিলা দলের উইকেটকিপার সারা টেলর। চতুর্থ স্থানে নিউজিল্যান্ডের মহিলা উইকেটকিপার র্যাচেল প্রাইস্ট। তাঁর শিকার ৭২টি। ৯৫ ম্যাচে ৭০টি শিকার করে তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন ক্যারিবিয়ান উইকেটকিপার মেরিসা আগুইলেইরা।