পরিচালনায় আসছেন না, ভুয়ো খবর ওড়ালেন দেবশ্রী
অভিনেত্রী দেবশ্রী রায় কে এবার নতুন ভূমিকায় দেখা যাবে। তিনি নাকি এবার পরিচালনায় আসছেন! ওটিটি প্ল্যাটফর্মে তথ্যচিত্র বানাতে চলেছেন। সম্প্রতি কলকাতার এক নামী সংবাদপত্রে এই খবর প্রকাশিত হয়েছিল। এই বিষয় সম্প্রতি অপর এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সর্বজয়া নায়িকা জানিয়েছেন, ভুয়ো খবর। তিনি পরিচালনার বিষয়ে আরও জানান, আমি এখনই পরিচালনায় আসছি না। বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে। কেমন ধরনের ছবি বানাতে চলেছেন অভিনেত্রী? নায়িকার স্পষ্ট মন্তব্য, এমন কোনও সিদ্ধান্ত নিলে অবশ্যই সংবাদমাধ্যমকে জানাবেন জানিয়েছেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। দেবশ্রীর পরিচালনায় আসার খবরে হইচই পড়ে যায় বিনোদন জগতে। গত বছর ছোট পর্দায় কামব্যাক করেছেন অভিনেত্রী। সৌজন্যে জি বাংলায় স্নেহাশিস চক্রবর্তীর ধারাবাহিক সর্বজয়া। ১০ বছর ধরে রাজনীতি নিয়ে ব্যস্ত ছিলেন দেবশ্রী, অভিনয় থেকে দূরেই ছিলেন অভিনেত্রী। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে রাজনীতিকে বিদায় জানিয়ে কয়েক মাসের মধ্যেই মেগাতে কামব্যাক করলেন দেবশ্রী। সর্বজয়া বর্তমানে জি বাংলার অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক।