'গোধুলি' টেলি-ছবি হিট হওয়ার পর আবার একসঙ্গে জুটি বাঁধলেন অর্ণব আর দেবশ্রী। এবার 'অন্তরঙ্গ'তে তাঁদের দেখা যাবে। নতুন ছবি নিয়ে দু'জনেই খুব খুশি ও আশান্বিত। এই ছবিতে আরেকটি মুখ্য ভূমিকায় ও একটি বিশেষ চরিত্রে থাকছেন অভিনেতা রাজ ভট্টাচার্য, বাংলা টেলিভিশনের পরিচিত মুখ। অর্ণব আর দেবশ্রী টেলিভিশনের পরিচিত মুখ তো বটেই এবং দু'জনে জুটি বেঁধে অনেক কাজ করেছেন। 'ইচ্ছাপূরণ'-এর মহুয়া আর অভিমন্যু কে আজও মনে রেখেছেন দর্শক। দেবশ্রী'র নিজের প্রযোজনা সংস্থা ডি.টি. ফিল্মস অ্যান্ড প্রোডাকশনের ব্যানারে আসছে 'অন্তরঙ্গ'। গল্পের প্রযোজক ও নায়িকা দেবশ্রী ভট্টাচার্য জানান, 'অন্তরঙ্গ' ছবির গল্প পুরোপুরি স্বামী-স্ত্রী'র দাম্পত্য জীবনকে ঘিরে। বিয়ের দশ বছর পরেও যে স্বামী-স্ত্রী'র সম্পর্কের মধ্যে থাকা সূক্ষ সূক্ষ অনুভূতিগুলো হারিয়ে গিয়েও যে স্বামী-স্ত্রী'র সম্পর্ক ফিকে হয় না, তাই নিয়েই এই ছবি। এই গল্পটার থেকে আমাদের বাস্তব জীবনের শিক্ষণীয় অনেক বিষয় আছে।
- More Stories On :
- Bengali film
- Debashree Bhattacharya
- Antarango