২৬ বছরের পুরনো রেকর্ড হাতছাড়া বুবকার
পোলভল্টে আউটডোর রেকর্ডের মালিকানা হাতছাড়া হল সের্গেই বুবকার। ২৬ বছরের তাঁর পুরনো রেকর্ড ভেঙে দিলেন আর্মান্ড ডুপ্লান্টিস। ১৯৯৪ সালে ৬.১৫ মিটার লাফিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন সের্গেই বুবকা। রোমে অনুষ্ঠিত গোল্ডেন গালা পিয়েত্রো মিনিয়া মিটে ডুপ্লান্টিস দ্বিতীয় প্রচেষ্টায় ৬.১৫ মিটার লাফিয়ে বুবকার রেকর্ড স্পর্শ করেছেন। প্রথম প্রচেষ্টায় সাফল। পাননি। ইন্ডোর মিটের বিশ্বরেকর্ডের অধিকারী ডুপ্লান্টিস। চলতি বছরের গোড়ায় গ্লাসগোয় ৬.১৮ মিটার লাফিয়েছিলেন। বুবকার রেকর্ড ভাঙতে পেরে খুশি ডুপ্লান্টিস। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই চেষ্টা করছিলাম বুবকার ৬.১৫র রেকর্ড ভাঙা যায়। এটা আমার কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছিল। বিশ্বরেকর্ড গড়ার পর স্বস্তি পাচ্ছি। এই রেকর্ড আমার কাছে অপ্রত্যাশিত। সত্যিই আমার কাছে খুশির দিন।