Aryan-Wankhede: আরিয়ান মামলা থেকে অপসারিত হয়েও হাল ছাড়তে নারাজ এনসিবি কর্তা ওয়াংখেড়ে
একের পর একর বিতর্কের জেরে অবশেষে শাহরুখ পুত্র আরিয়ান খানের বিরুদ্ধে শুরু হওয়ায় মাদক মামলার তদন্ত থেকে সরানো হয়েছে এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ে -কে। তাঁর বিরুদ্ধে ঘুষ নেওয়া, তোলাবাজির অভিযোগ উঠলেও, হাল ছাড়তে নারাজ মুম্বইয়ের এনসিবির জ়োনাল অফিসার। তিনি কেন্দ্রীয় সংস্থার তদন্তের দাবি করেছেন বলে জানিয়েছেন।আরিয়ান খানের গ্রেফতারির কিছুদিন পর থেকেই এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক নিশানা বানিয়েছিলেন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়েকে। তাঁর পরিবার থেকে শুরু করে পরিচয়, বিয়ে-সহ একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এদিকে, মুম্বইয়ের প্রমোদতরীতে মাদক মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেইলও এনসিবির অফিসারের বিরুদ্ধেই সাদা কাগজে সই করিয়ে নেওয়ানো এবং ৮ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ এনেছেন।এদিকে, আরিয়ান খানের মামলা থেকে সরিয়ে দেওয়ার পরই সমীর ওয়াংখেড়ে বলেন, আমি এখনও এনসিবির মুম্বই শাখার জ়োনাল ডিরেক্টর। আমাকে এই পদ থেকে সরানো হয়নি। আমি মাদকচক্রের বিরুদ্ধে তদন্ত জারি রাখব। একইসঙ্গে তিনি জানান, আরিয়ান খানের মাদক মামলার তদন্ত যাতে কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা করে, তার অনুরোধ জানিয়েছেন তিনি। আদালতে তিনি এই মর্মে রিট পিটিশন দায়ের করেছেন বলেও জানান।