Salman Khan : বিবাহবার্ষিকীতে ভালোবাসা বিনিময় সলমনের বোন অর্পিতার
বলিউড স্টার সলমন খানের লাইফে আজ বিশেষ দিন। কারণ তাঁর ছোট বোন অর্পিতা খান শর্মার বিবাহবার্ষিকী আজকের দিনে।আজ থেকে ৭ বছর আগে আয়ুশ শর্মার সঙ্গে বিয়ে হয় অর্পিতার। ২০১৪ সালের ১৮ নভেম্বর হায়দরাবাদের ফলকনামা প্যালেসে রাজকীয়ভাবে বিয়ে হয়েছিল তাঁদের। সপ্তম বিবাহবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় একে অপরকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। স্ত্রী অর্পিতকে জড়িয়ে ধরে একটি ছবি পোস্ট করেন অন্তিম অভিনেতা আয়ুষ। ক্যাপশনে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, শুভ বিবাহবার্ষিকী আমার ভালোবাসা। ভাবতেই পারছি না, দেখতে দেখতে সাতটা বছর কেটে গেল। তোমার মতো এমন একজন সঙ্গীকে আমার জীবনে পাঠিয়ে ঈশ্বর আমার উপর অনেক আশির্বাদ দিয়েছেন। তুমি যেভাবে আমার অত্যন্ত খারাপ জোকস এবং বোকা বোকা নানা কথাবার্তা প্রশ্রয় দিয়েছো। তোমার জন্য খুব খুব গর্ববোধ হয়। আর একটা কথা বলতে চাই। যত দিন যাচ্ছে, আমার বুদ্ধি কিন্তু আরও লোপ পাচ্ছে। তাই তার জন্য তৈরি থেকো। অন্যদিকে অর্পিতা সোশ্যাল মিডিয়ায় লেখেন, সপ্তম বিবাববার্ষিকীর অনেক শুভেচ্ছা আমার ভালোবাস। আমি যখন ৮ বছরে পা রাখার এই যাত্রায় ফিরে তাকাই, একটা ছেলেকে পুরুষে পরিণত হতে দেখি। একজনের পুত্র বাবা হিসেবে পরিণত হয়েছে। আমার সেরা বন্ধু থেকে আমার চিরজীবনের সঙ্গী হিসেবে দেখেছি। আমি আমাদের যাত্রাকে লালন করি এবং পরবর্তীকালে সুখী হতে চাই। বলে বোঝাতে পারব না তোমাকে কতটা ভালোবাসি। কতটা তোমার সঙ্গে ঝগড়া করতে ভালোবাসি এবং তোমাকে কষ্ট দিতে কতটা ভালোবাসি। কিন্তু সবচেয়ে বিষয়, বলে বোঝাতে পারব না তোমাকে নিয়ে কতটা গর্বিত আমি।