Aniket : কালীপুজোর আড্ডায় অনিকেত
দুর্গাপুজো, লক্ষ্মীপুজো কেটে গেছে। সামনেই কালীপুজো। এবার কালীপুজো কীভাবে কাটাবেন জানালেন অভিনেতা অনিকেত চক্রবর্তী অর্থাৎ মৌ এর বাড়ির চাঁদু। জনতার কথাঃ সামনেই কালীপুজো। এবার কালীপুজো কীভাবে কাটাবে?অনিকেতঃ কালীপুজোয় সকাল থেকে উপোস করবো। সন্ধ্যাবেলায় বাজি ফাটাবো। দমদমে গিয়ে আড্ডা মারা আছে। দমদমে দু-তিনটে পুজো পাশাপাশি হয়। আমার বন্ধুরা ইনভলবড থাকে। আমিও আগে থাকতাম। এইভাবেই কাটাবো।জনতার কথাঃ বাজি ফাটাতে কতটা ভালো লাগে? অনিকেতঃ বাজি ফাটাতে অবশ্যই ভালো লাগে। বাজি ফাটাতে ভালো না লাগার কোনও কারণই নেই। রোবট থেকে চকলেট বোম সবটাই চলে। আমি একটু আতসবাজির থেকে শব্দবাজি বেশি পছন্দ করতাম। কিন্তু এখন একটু কনসাস হতে হচ্ছে।জনতার কথাঃ ছোটবেলায় কালীপুজোর কি কি মিস করো? অনিকেতঃ মামারবাড়িতে যেতাম ছোটবেলায়। সেখানে কালীতলা বলে একটি জায়গা আছে সেখানে পঞ্চমুন্ডির আসনে বড় করে পুজো হত। সেই পুজো মিস করি। অনেককটা বড় বড় ঠাকুর আমরা হেঁটে হেঁটে দেখতাম। সেটা খুব ইন্টারেস্টিং ছিল। সেগুলো মিস করি। আর পাড়ার বন্ধুদের সঙ্গে সাইকেল নিয়ে দৌড়নো, বিভিন্ন জায়গায় চকলেট বোম ফাটিয়ে দেওয়া এইসব খচরামো চূড়ান্ত মিস করি। জনতার কথাঃ কালীপুজোয় নৈহাটি বা বারাসাতে গিয়ে ভিড়ে ঠাকুর দেখেছো?অনিকেতঃ কালীপুজোয় ভিড়ে ঠাকুর সত্যিই দেখিনি। নৈহাটি যাইনি। বারাসাত গেছি। যখন দমদমে থাকতাম কালীপুজোর পরের দিন মাঝারাত ওই ১২ টা সাড়ে ১২ টা নাগাদ বাইকে টার্গেট করতাম। দুর্দান্ত সব অভিজ্ঞতা।