ইডি তল্লাশির মাঝেই প্রতীক জৈনের বাড়িতে মুখ্যমন্ত্রী, উঠল বিস্ফোরক অভিযোগ
হাতে একটি সবুজ ফাইল। তার ভিতরে গুচ্ছ গুচ্ছ কাগজ। সেই ফাইল ধরে একের পর এক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের ডিরেক্টর প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালাতে আসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লির একটি আর্থিক প্রতারণা মামলার সূত্র ধরে যখন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালাচ্ছিলেন, ঠিক সেই সময়েই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী।কিছুক্ষণ পর প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, এরপর তিনি তৃণমূল কংগ্রেসের আইটি অফিসে যাবেন।মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁর দলের আইটি অফিসে হানা দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, দলের হার্ড ডিস্ক, প্রার্থী তালিকা এবং গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। নির্বাচন সামনে থাকায় পরিকল্পিত ভাবে তৃণমূলের সমস্ত তথ্য সংগ্রহ করাই এই অভিযানের উদ্দেশ্য বলে তিনি দাবি করেন। মুখ্যমন্ত্রী বলেন, তিনি নিজেই দলের সব নথি এবং তথ্য সঙ্গে নিয়ে এসেছেন।প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে প্রথমে সল্টলেক সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসে তল্লাশি শুরু করে ইডি। এর কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় সংস্থার আর একটি দল পৌঁছে যায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে। প্রতীক জৈন ৭ নম্বর লাউডন স্ট্রিটের একটি আবাসনে থাকেন। সূত্রের খবর, দিল্লির একটি আর্থিক প্রতারণা মামলায় আইপ্যাকের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই তল্লাশি অভিযান।পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ চলার মধ্যেই প্রতীক জৈনের বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বেরিয়ে তিনি সোজা রওনা দেন সল্টলেকের আইপ্যাক অফিসের দিকে। এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

