কামারহাটিতে ওষুধের দোকানে বিস্ফোরণ, এলাকায় চাঞ্চল্য
কামারহাটির একটি ওষুধের দোকানে বিস্ফোরণের ঘটনায় ছড়িয়ে পড়ল চাঞ্চল্য । রবিবার দুপুর একটা নাগাদ ওষুধের দোকানে বিস্ফোরণ ঘটে৷ ওই ওষুধের দোকানের মালিক জাকির হোসেন। জানা গিয়েছে, কয়েকদিন আগে ১০ লক্ষ টাকা দাবি করে তার কাছে হুমকি ফোন আসে। টাকা না দিলে ছেলেকে গুলি করার হুমকিও দেওয়া হয় । তখন বেলঘরিয়া থানায় অভিযোগ জানিয়েছিলেন জাকির । আরও পড়ুনঃ ভারত সীমান্তের সমস্যার শেষ চায়ঃ রাজনাথ সিং স্থানীয় সূত্রে জানা গিয়েছে , এদিন সকালে ওষুধের দোকানে আসে এক ব্যক্তি । ওষুধ কেনার নাম করে একটি ব্যাগ দোকানে রেখে চলে যায় । ওই ব্যক্তি চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বোমা বিস্ফোরণ হয় । দোকানের সিসিটিভি ফুটেজেও সেই ছবি দেখা যাচ্ছে। ঘটনার সময় ওই ওষুধের দোকানে বেশ কয়েকজন দাঁড়িয়েছিলেন৷ হঠাৎ দোকানের মধ্যে রাখা একটি ব্যাগের ভিতরে বিস্ফোরণ হয়৷ আতঙ্কে ছোটাছুটি শুরু হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ৷ দুর্ঘটনাস্থল থেকে কিছু নমুনা সংগ্রহ করে । সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে তারা ।