ক্রমশ দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় নিভার
পরাক্রম দেখিয়ে ক্রমশ দুর্বল হচ্ছে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় নিভার। আপাতত অতি প্রবল ঘূর্ণিঝড়ের তকমা হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড় হিসাবে অবস্থান করছে সেটি। বৃহস্পতিবার সকালে মৌসম ভবন সূত্রে এমনটাই জানানো হয়েছে। নিভার নিয়ে কেন্দ্রীয় আবহবি়জ্ঞান বিভাগের বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার বুলেটিনে জানানো হয়েছে নিভার এখন তামিলনাড়ুর উত্তর উপকূলে পুদুচেরি থেকে ৬০ কিলোমিটার উত্তর এবং উত্তর-পশ্চিমে অবস্থান করছে। বর্তমানে এই ঝড়ের গতিবেগ কমে হয়েছে প্রতি ঘণ্টায় ৮৫-৯৫ কিলোমিটার। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১০৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। তবে দুপুরের মধ্যে তা প্রবল ঘূর্ণিঝড় থেকে শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আরও পড়ুন ঃ প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল বুধবার গভীররাতে তামিলনাড়ু ও পুদুচেরিতে সুপার সাইক্লোন নিভার আছড়ে পড়ে। স্থলভাগে ঢোকার সময় নিভারের গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিমি। তামিলনাড়ুর মারাক্কানামে ঝড়টি স্থলভাগে প্রবেশ করে এরপর সারা রাত ধরেই তাণ্ডব চালায় ঝড়টি। তবে তেমন কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। কারও প্রাণহানি, জখম বা দেওয়াল ভেঙে পড়ার কোনও খবর মেলেনি।সুরক্ষার কথা মাথায় রেখে বুধবার সন্ধে সাতটা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা অবধি বিমান চলাচল বন্ধ রাখছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। সাধারণ মানুষকে ঘরে থাকার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী। সাইক্লোনের প্রস্তুতি হিসেবে বুধবার রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। বৃহস্পতিবারও রাজ্যের ১৩টা জেলায় সরকারি ছুটি বহাল থাকবে।