লাল-হলুদে কাজ করতে তর সইছে না রবি ফাউলারের
কয়েকদিন আগেই তাঁর সঙ্গে চুক্তি হয়েছে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশনের। মাঠে নেমে ফুটবলারদের নিয়ে কাজ করার জন্য তর সইছে না লাল হলুদের নতুন কোচ রবি ফাউলারের। লিভারপুলের এই কিংবদন্তি বলেন, ‘ইস্টবেঙ্গল ক্লাবটা আমার কাছে নতুন। কিন্তু ক্লাবের ইতিহাস ১০০ বছরের পুরনো। এই রকম শতাব্দী প্রাচীন ক্লাবকে সাফল্য এনে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব।" ইস্টবেঙ্গল-মোহনবাগানের ডার্বির কথাও শুনেছেন ফাউলার। ডার্বি প্রসঙ্গে তিনি বলেন, " ফুটবলে এইধরনের লড়াই থাকা খুব ভাল। ফুটবলাররা ভাল পারফরম্যান্স করতে উৎসাহ পায়। আমিও অনেক ডার্বি খেলেছি। ডার্বির গুরুত্ব জানি। ইস্টবেঙ্গল ও মোহনবাগানের লড়াইয়ের ইতিহাসও জেনে নিয়েছি।" খুব তাড়াতাড়ি প্র্যাকটিস শুরু করতে চাইছেন কর্তারা। শনিবার থেকে ফুটবলারদের কোভিড ১৯ টেস্ট শুরু হয়েছে। টেস্ট শেষ হলে ফুটবলারদের গোয়ায় কোয়ারেন্টিন শিবিরে পাঠানো হবে। আপাতত ১৯ জন স্বদেশী ও ৭ জন বিদেশি গোয়া শিবিরে যাবেন। কোয়ারেন্টিন পর্ব শেষ হলে প্র্যাকটিস শুরু হয়ে। আইএসএল সম্পর্কে যথেষ্ট ধারণা আছে ফাউলারের। আইএসএলে কোচিং করানো টেডি শেরিংহ্যাম, ডেভিড জেমস, বর্তমানে ওডিশা এফসি–র দায়িত্বে থাকা স্টুয়ার্ট ব্যাক্সটারের সঙ্গেও তাঁর কথা হয়। সহকারী কোচ রেনেডি ও বাকি কোচিং স্টাফের প্রশংসা করেন ফাউলার।

