প্রত্যাশামতোই হাসপাতাল থেকে কাল ছাড়া পেতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ সকালে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেট্টি কলকাতার বেসরকারি হাসপাতালে সৌরভকে দেখে জানান, সঠিক সময়ে হাসপাতালে আসার পর প্রথম বিশ্বের মতো চিকিৎসা হয়েছে। হার্টের কোনও ক্ষতি হয়নি। যে ব্লক আছে তা সকলের হতে পারে। অ্যাঞ্জিওপ্লাস্টি হবে কিনা তা ধীরেসুস্থে দু সপ্তাহের মধ্যে তিনি সিদ্ধান্ত নিতে পারেন। সৌরভের বুকে ব্যথা নেই। দেখে মনে হচ্ছে কুড়ি বছর আগের সৌরভ। তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। ম্যারাথনে দৌড়াতে পারেন। এমনকী বাইপাস হলেও বিমান চালাতে অসুবিধা হয় না। ফলে অ্যাঞ্জিওপ্লাস্টির পর স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন সৌরভ। উডল্যান্ডসের এমডি ও সিইও ডা. রূপালি বসু জানান, দেশ-বিদেশের ১৫ জন চিকিৎসক নিজেদের মধ্যে আলোচনা করে সহমত হয়ে সৌরভের চিকিৎসা-পদ্ধতি চূড়ান্ত করেছেন।
- More Stories On :
- Sourav Ganguly
- Woodlands
- Debi Sherry
- সৌরভ গঙ্গোপাধ্যায়