শ্রীলেখা মিত্রর কোনো ফ্যান যদি পথপশুকে দত্তক নেন তাহলে তার সঙ্গে কফি ডেটে যাবেন বলেছিলেন অভিনেত্রী। সেই কথামতো শশাঙ্ক ভাবসার নামে এক রেগে ভলেন্টিয়ার্স এক পথপশুকে দত্তক নেওয়ার কথা বলেন। শ্রীলেখা মিত্র ফেসবুকে পোস্ট করে জানান তার সঙ্গেই কফি ডেটে যাবেন। সেই খবরটা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। ফিল্ডগসিপ চ্যানেল থেকে শশাঙ্কের ফোনে সাক্ষাৎকার নিয়ে একটা এক্সক্লুসিভ স্টোরিও করে। তারপর শ্রীলেখা জানান শশাঙ্ক যদি বুধবার ফাঁকা থাকে তাহলে সেদিনই তাঁর সঙ্গে কফি ডেটে যাবেন। শশাঙ্ক জানায় সে ফাঁকাই আছে। সেই কথামতো দুজনে বুধবার কফি ডেটে যায়।
আরও পড়ুনঃ কফি ডেটে যেতে চান শ্রীলেখা! কিন্তু কার সঙ্গে?
কফি ডেটের এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে কফি হাতে নিয়ে দুজনে বসে। আর একটি সেলফিও পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, 'pawsome date with ME Shasanka Bhavsar.' ফেসবুকে পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই অনেকেই পছন্দ করেছেন এই পোস্টটি।