৯০ বছর বয়সে প্রয়াত ইটালিয়ান কিংবদন্তী অভিনেত্রী মনিকা ভিত্তি। ভিত্তি ছিলেন ইতালির ইতিহাসের অন্যতম সেরা অভিনেত্রী, তাঁকে বলা হতো ‘কুইন অব ইতালিয়ান সিনেমা’।
অভিনয় দক্ষতা তো বটেই ভিত্তির সৌন্দর্যে মুগ্ধ ছিল গোটা দুনিয়া। মিকালেঞ্জেলো আন্তেনিয়োনির একধিক কালজয়ী ছবির নায়িকা ছিলেন ভিত্তি। মূলত এই পরিচালকের ছবি দিয়েই বিশ্বজুড়ে পরিচিতি পান। ১৯৬০ সালে ‘লা আভেন্তুরা’ সিনেমায় নির্যাতিতা নারীর ভূমিকায় তাঁর অভিনয় এখনো সিনেমাপ্রেমীদের মনে দাগ কেটে আছে।
১৯৩১ সালে রোমে জন্ম নেওয়া মনিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থিয়েটারে আকৃষ্ট হন। পরে এক সাক্ষাত্কারে বলেছিলেন যুদ্ধের সময় যখন বাইরে বোমা পড়ত, তখন তিনি ও তাঁর ভাই মিলে সেইসব ঘটনার অভিনয় করে পরিবারের ভয়ার্ত সদস্যদের বিনোদন যোগাতেন। মিকালেঞ্জেলো আন্তেনিয়োনি ছাড়াও এলিয়ান ডিলন, রিচার্ড হ্যারিস, টেরেন্স স্টাপ, দ্রিক বোগার্ডের মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। তাঁর অন্য উল্লেখযোগ্য ছবির মধ্যে আছে ‘লা নোত্তে’, ‘দ্য এক্লিপস’ ইত্যাদি। ভিত্তি পাঁচবার ইতালিয়ান চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী হন, ভেনিস উত্সবে জেতেন গোল্ডেন লায়ন। তাঁর মৃত্যুতে একটা অধ্যায়ের সমাপ্তি হল।
আরও পড়ুনঃ বাকি ১০৮ পুরসভার ভোটের বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন
আরও পড়ুনঃ প্রয়াত বর্ষীয়ান অভিনেতা রমেশ দেও
- More Stories On :
- Monica Vitti
- Actress
- Death