শেষমেশ তৃণমূল নেতৃত্ব থেকেই রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়া হল। যদিও এখন তিনি তৃণমূল কংগ্রেসের সদ্য প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি। যশবন্ত সিনহাই বিরোধীদের তরফে রাষ্ট্রপতি প্রার্থী হচ্ছেন। এদিন তাঁর নাম ঘোষণা করেছে বিরোধী জোট। তাঁকে স্বাগত জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এর আগে দিল্লিতে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাষ্ট্রপদে প্রার্থী নিয়ে বিরোধীরা একত্রিত হয়েছিলেন। যদিও সেই বৈঠকে আপ, বিজু জনতা দল, টিআরএস সহ বেশ কয়েকটি বিরোধী দলের নেতৃত্ব হাজির ছিলেন না। মমতা প্রথমে এনসিপি নেতা শারদ পাওয়ারের নাম রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন। তখনই তা খারিজ করে দেন শারদ পাওয়ার। এরপর ফারুক আবদুল্লা ও গোপালকৃষ্ণ গান্ধির নাম প্রস্তাব দিলেও তা তাঁরা গ্রহণ করেননি। শেষমেশ যশবন্ত সিনহা তৃণমূলের পদ থেকে ইস্তফা দিতেই তাঁর নাম নিয়েই গুঞ্জন শুরু হয়ে যায় মঙ্গলবার সকাল থেকেই।
মঙ্গলবার দিল্লিতে ১৮ জোটের বিরোধী জোটের বৈঠকে যশবন্ত সিনহার নাম রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসাবে চূড়ান্ত করা হয়েছে। ২৭ জুন তিনি মনোনয়নপত্র জমা দেবেন বলে জানানো হয়েছে। এদিন সকালেই যশবন্ত টুইট করে ইঙ্গিত দিয়েছিলেন তিনি প্রার্থী হতে পারেন। এদিনের বৈঠকে হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ ক্ষিপ্ত প্রাক্তন ফুটবলাররা, কড়া চিঠি ইস্টবেঙ্গলকে
- More Stories On :
- Yashwant Sinha
- President
- Election
- Trinamool