সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ আরও জোরদার হতে চলেছে। যে ভাবে তাঁর ঘনিষ্ঠের বাড়ি থেকে অস্ত্র সহ পরিচয়পত্র উদ্ধার হয়েছে, তাতে নতুন মামলায় জড়াতে চলেছে শাহজাহান। সিবিআইয়ের তদন্তে উদ্ধার কার্যে হাত লাগাতে সন্দেশখালির সরবেড়িয়ায় ছুটে আসে এনএসজি-র বম্ব স্কোয়াড। বিদেশি আগ্নেয়াস্ত্রর পাশাপাশি মিলেছে পুলিশের ব্যবহার করা পিস্তল! বিভিন্ন ধরণের তিনশো আটচল্লিশটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। সন্দেশখালির সরবেড়িয়ার মল্লিকপাড়ায় সেখ শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেব মোল্লার বাড়িতে শুক্রবার তল্লাশি চালায় সিবিআই গোয়েন্দারা। গোটা গ্রাম দখলে নিয়ে এন এস জি কম্যান্ডোরা এলাকাটি ঘিরে তাঁদের নিজস্ব অত্যাধুনিক মেশিন, রোবট নিয়ে কাজ শুরু করেন তাঁরা। বাংলায় বিস্ফোরক উদ্ধারে এই প্রথম দেখা গেল এনএসজিকে। এর আগে ছাব্বিশ এগারো মুম্বাই হামলায় তাঁদের দেখা গিয়েছে।
- More Stories On :
- Sandeshkhali
- Sk Sahajahan
- NSG
- CBI
- Investigation
- Firearms
- Cartridges
- Bomb
- Robot