শুক্রবার সকালে বর্ধমান-গুসকরা রোডে নবাবহাটে অ্যাম্বুলেন্সের সঙ্গে টাটাসুমোর সঙ্গে ধাক্কা লাগে। দুটো গাড়িই পাশের নয়নজুলিতে পড়ে যায়। কোনওক্রমে প্রাণে বাঁচেন দুই গাড়ির চালক ও সওয়ারিরা। শুক্রবার সকাল থেকেই নিম্নচাপের জেরে পূর্ব বর্ধমান জেলা জুড়ে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে। স্থানীয় মানুষজনের ধারণা বৃষ্টির মধ্যে রেষারেষি করতে থাকায় চাকা স্লিপ করে মন্দির সংলগ্ন নয়নজুলিতে গিয়ে পড়ে দুটি গাড়ি। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
- More Stories On :
- Accident
- Nababhat
- Bardhaman
- Purba Bardhaman
- 108 Shiv Mandir