বিজেপির মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্র সেন্ট্রাল অ্যাভিনিউ
বিজেপির মিছিলকে কেন্দ্র করে বুধবার রণক্ষেত্র হয়ে উঠল কলকাতার রাজপথ। রাজ্যে আইনশৃঙ্খলা অবনতির অভিযোগ ও বিজেপি নেতা-কর্মী খুনের প্রতিবাদে এদিন মিছিলের ডাক দেয় বিজেপি যুবমোর্চা । মুরলীধর লেনের বিজেপির পার্টি অফিস থেকে মিছিল বেরিয়ে গান্ধীমূর্তির পাদদেশ পর্যন্ত যাওয়ার কথা ছিল। মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউতে পৌছতেই সেখানে মিছিল আটকে দেয় পুলিশ। আরও পড়ুন ঃ আগামীকাল বাজি ব্যবসায়ী সমিতিকে তলব নবান্নে এরপর পুলিশের সঙ্গে বিজেপি যুব মোর্চার কর্মীদের ধস্তাধস্তি বেধে যায়। পুলিশের ব্যারিকেড ভাঙারও চেষ্টা করে গেরুয়া বাহিনী। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন যুবমোর্চার সদস্যরা। চলে স্লোগানও। পরে ১৫০ জন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে রয়েছেন কল্যাণ চৌবে, রিমঝিম মিত্র, কাঞ্চনা মৈত্র। মিছিলে অসুস্থ হয়ে পড়েন বিজেপি যুব মোর্চার নেত্রী কাঞ্চনা মৈত্র। তিনি একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, পুলিশের সঙ্গে মিছিলে ধস্তাধস্তিতে শাড়ি খুলে যায়। তাঁকে ছেড়ে দেওয়ার কথা পুলিশকে একাধিকবার বললেও তারা শোনেনি। উপরন্তু সম্মানহানির চেষ্টা করে পুলিশ।