এখনও শুরু হয়নি দুর্গাপুর ব্যারাজের ৩১ নং লকগেটের মেরামতির কাজ
এখনও শুরু হয়নি দুর্গাপুর ব্যারাজের ৩১ নং লকগেটের মেরামতির কাজ। ব্যারেজ পুরোপুরি জলশূন্য না হলে মেরামতির কাজ শুরু করা যাবে না বলে জানাচ্ছেন সেচ দপ্তরের আধিকারিকরা। তাঁদের আশা, সোমবার গোটা দিনের মধ্যে সমস্ত জল বের করে দেওয়া সম্ভব হবে। তারপরেই শুরু হতে পারে মেরামতির কাজ। কাজে যাতে কোনও অসুবিধা না হয় , সেই জন্য সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত ব্যারেজের উপর সমস্ত যানচলাচল বন্ধ করা হয়েছে। এদিকে , ৩১ নং লকগেটের মেরামতি না হওয়ায় সোমবার দুর্গাপুর ও বাঁকুড়ার বিভিন্ন এলাকায় জলসঙ্কটের সৃষ্টি হয়। আরও পড়ুন ঃ রাজ্যজুড়ে পালিত বিজেপির থানা ঘেরাও কর্মসূচি পরিস্থিতি সামাল দিতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার ও জেলা প্রশাসন। এদিন মন্ত্রী শ্যামল সাঁতরা জানিয়েছেন, প্রচুর পরিমাণে জলের পাউচ সরবরাহ করা হবে। এছাড়াও জলের ট্যাঙ্কারেরও ব্যবস্থা রাখা হয়েছে। কোনও সমস্যা হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি। প্রসঙ্গত , শনিবার ভোরে দামোদরের জলের তোড়ে দুর্গাপুর ব্যারেজের ৩১ নম্বর লকগেট ভেঙে যায়। বালির বস্তা ফেলে জলের স্রোত আটকানোর চেষ্টা হলেও কোনও লাভ হয়নি।