জোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে : অধীর
২০২১ এর নির্বাচনে বাম-কংগ্রেস জোটই সরকার গঠন করবে। সেটাই একমাত্র লক্ষ্য বলে বুধবার সোশ্যাল মিডিয়ায় লিখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। সেই সঙ্গে বাম ও কংগ্রেস কর্মীদের সতর্ক করে তিনি বলেন, জোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে। কেউ অপপ্রচারে কান দেবেন না। ভবিষ্যতেও জোট নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা হবে। ইতিমধ্যে একাধিক সূত্রে প্রচার করা হচ্ছে আসন বন্টন নিয়ে বনিবনা না হওয়ার কারণে ভেস্তে যেতে পারে জোট। যদিও তা উড়িয়ে দিয়েছেন সিপিএম ও কংগ্রেস নেতৃত্ব। আরও পড়ুনঃ পুজোর আগে উত্তরবঙ্গে অমিত শাহের বদলে আসছেন জেপি নাড্ডা দুই দলের প্রতিক্রিয়া, আসন ভাগাভাগি কী প্রক্রিয়ায় হবে, কারা কটা আসনে লড়বেন এসব নিয়ে এখনও পর্যন্ত কোনও কথা হয়নি। পুজো মিটলে কথাবার্তা হবে । তাই এই ধরণের বিভ্রান্তিমূলক প্রচার অমূলক। কংগ্রেস ও সিপিএম দুই দলই তাদের দলীয় কর্মীদের এই অপপ্রচারে কান না দিতে অনুরোধ করেছেন।