দেশে লাখের গণ্ডি পেরল করোনায় মৃতের সংখ্যা
ভারতে করোনায় মৃতের সংখ্যা ১ লক্ষ পার করল।আমেরিকা এবং ব্রাজিলের পর বিশ্বের তৃতীয় দেশ হিসেবে এই মহামারীর কবলে পড়ে লক্ষাধিক মানুষের মৃত্যু হল ভারতে।গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১০৬৯ জনের।শুক্রবার রাতে ১ লক্ষ ছাড়িয়েছে করোনায় মৃতের সংখ্যা।ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৮৪২ জন। অর্থাৎ বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ১ লক্ষের বেশি মৃত্যুর পরিসংখ্যানে ঢুকে গেল ভারত।এদিকে করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ৬৪ লক্ষ ৭৩ হাজার ৫৪৫ জন। আক্রান্তের থেকেও গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যাটা উদ্বেগজনক।অন্যদিকে,সুস্থতার সংখ্যা ৫৪,১৫,১৯৭।শুক্রবার স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, একদিকে নতুন করে আক্রান্ত হয়েছে ৮১,৪৮৪ জন। শনিবার পর্যন্ত দেশ জুড়ে আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৬৪,৬৪,০১২।দক্ষিণের দুই রাজ্যে করোনার সংক্রমণ উদ্বেগজনক আকার নিয়েছে। হু-হু করে ছড়াচ্ছে সংক্রমণ। কর্নাটকে একদিনে ১০ হাজারের বেশি মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। কেরালাতেও গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিতের সংখ্যা ৮ হাজারেরও বেশি। দক্ষিণের এই দুই রাজ্যে সংক্রমণের ঊর্ধ্বগতিতে উদ্বিগ্ন স্বাস্থ্যমন্ত্রকও।গত ২৪ ঘণ্টায় কেরলে নতুন করে ৮ হাজার ১৩৫ জন নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।মৃত্যু হয়েছে ২৯ জনের।সবমিলিয়ে কেরলে এখনও পর্যন্ত করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭২ হাজার ৩৩৯টি।সংক্রমণ ছড়াচ্ছে দক্ষিণের আরও এক রাজ্য কর্নাটকেও। গত ২৪ ঘণ্টায় সেই রাজ্যে নতুন করে ১০ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। একদিনে সেরাজ্যে করোনা প্রাণ কেড়েছে ১৩০ জনের।এছাড়াও তামিলনাড়ুতে হু হু করে বাড়ছে সংক্রমণ।স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী তামিলনাড়ুতে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লক্ষ ৯৭ হাজার ৬০২। একইভাবে সংক্রমণ ছড়াচ্ছে অন্ধ্রপ্রদেশেও। সেরাজ্যেও করোনা আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ছুঁই ছুঁই। তেলেঙ্গনায় ১ লক্ষ ৯৩ হাজার ছাড়িয়েছে মোট সংক্রমিতের সংখ্যা।