Result: উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ চলতি মাসেই
চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে আগামী ২২ জুলাই, বৃহস্পতিবার। মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ আরও জানিয়েছে, ২২ জুলাই দুপুর ৩টে থেকে ফলাফল প্রকাশ করা হবে। ওই দিনই বিকেল ৪টে থেকে সংসদের নিজস্ব ওয়েবসাইট-সহ একাধিক ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল জানা যাবে। সেই সঙ্গে এসএমএস এবং মোবাইল অ্যাপের মাধ্যমেও তা জানা যাবে। ফলাফল প্রকাশের পরের দিন অর্থাৎ ২৩ জুলাই, শুক্রবার সকাল ১১টা থেকে পরীক্ষার্থীদের মার্কশিট-সহ অন্যান্য শংসাপত্র দেওয়া হবে বলে ঘোষণা করেছে সংসদ।আরও পড়ুনঃ তোলাবাজ ও চামচাবাজদের নিয়ে দল চলছে, অভিযোগ বর্ধমানের বিজেপি নেতারপরীক্ষার্থীরা www.exametc.com, www.indiaresults.com এই ওয়েবসাইট ছাড়াও WB12 space (roll no) লিখে 56070 এই নম্বরে এসএমএস করে অথবা www.results.shiksha এই মোবাইল অ্যাপ থেকে ফলাফল জানতে পারবেন। ২৩ তারিখ সকাল এগারোটা থেকে পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট বণ্টন কেন্দ্র থেকে তাদের মার্কশিট সংগ্রহ করতে পারবেন বলে সংসদের তরফে জানানো হয়েছে। উল্লেখ্য, করোনা জেরে চলতি বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার পরে বিশেষজ্ঞ কমিটির সুপারিশে মূল্যায়ন পদ্ধতিতে ফলাফল প্রকাশ করা হচ্ছে।